আপনজন ডেস্ক: বৃহস্পতিবার বিকেলে আচমকাই পাঁচজনের একটি ডাকাতদল আগ্নেয়াস্ত্র নিয়ে ডানকুনিতে একটি অভিজাত সোনার দোকানে ঢুকে পড়ে। ওই সোনার দোকানে ক্রেতা সেজে আগে থেকেই বসে ছিল দুজন। এরপরই নিরাপত্তারক্ষীরদের মাথায় বন্দুক ঠেকিয়ে তাদের দোকানের ভিতরে নিয়ে যায় ডাকাতদলটি। দোকানের কর্মচারী ও ক্রেতাদের আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে আটকে রাখা হয় তাদের। এরপর দোকানের সোকেশে রাখা সোনার গহনা ব্যাগে ভরে গয়না সহ নগদ টাকা নিয়ে বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপরই দ্রুত খবর যায় ডানকুনি থানায় পুলিশ খবর পেয়ে ততখনাত ঘটনাস্থলে হাজির হয়। এদিকে দোকনের ভেতরের গোটা ঘটনার ছবি ধরা পড়ে সিসিটিভিতে। আর সেই ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে ডানকুনি থানার পুলিশ । সিসিটিভি ক্যামেরার ফুটেজে পুলিশ ওই ডাকাতদলের কয়েকজন চিহ্নিত করতে পারে। ঘটানস্থলে চলে আসে সিআইডিও। এরপরই শুরু নাকা চেকিং। জেলার বিভিন্ন স্টেশনে চলে নাকা চেকিং। এদিকে ডাকাতরা বাইক ফেলে আরামবাগে একটি বাসে উঠে পরে, মনে করা হচ্ছে ঝাড়খণ্ডের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। পুলিশেরই একজন তদন্তকারী অফিসার বাসের মধ্যেই তাদেরকে চিহ্নিত করেন। এরপর সেখান থেকেই তাদের ধরা হয়। স্থানীয় বাসিন্দারাও পুলিশকে সাহায্য করে। তাদের ব্যাগ তল্লাশি করতেই আগ্নেয়াস্ত্র ও বেশ বেশ কিছু পরিমাণে সোনার গহনা উদ্ধার হয়। তবে কতটা পরিমাণ সোনা নিয়ে গিয়েছিল তারা, আর কতটা পরিমাণ উদ্ধার করা গিয়েছে তার জানা এখনো যায়নি। ডাকাত দলটি কোথা থেকে এসেছিল, তাদের সাথে আরও কতজন আছে ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কয়েক ঘন্টার মধ্যে ডাকাত দল ধরা পরায় পুলিশে ভূমিকায় খুশি স্থানীয়রা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct