জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: মাত্র ৭২ ঘন্টার মধ্যেই পুরুলিয়া শহরের এটিএম লুঠ কাণ্ডে দুই জনকে গ্রেপ্তার করল পুরুলিয়া জেলা পুলিশ। এমনকি লুঠ হওয়া টাকার ৭৫ শতাংশ উদ্ধারও করল পুলিশ। বৃহস্পতিবার পুরুলিয়া সদর থানায় একটি সাংবাদিক বৈঠক করে অতিরিক্ত পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান , রাঁচি থেকে ওই দুই ব্যক্তি কে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজনের নাম ওমর আলি ওরফে পাপ্পু ,বাড়ি রাঁচির হিন্দপিঁড়িতে এবং অপর জনের নাম নিরজ বার্মা ওরফে গুড্ডু, বাড়ি রাঁচির লোয়ার বাজার রোডে। প্রসঙ্গত, রবিবার রাতে পুরুলিয়া শহরের ৩ নং ওয়ার্ডের শোভনা বিবি লেন ও এস.এন সরকার রোডের সংযোগস্থলে অবস্থিত একটি রাষ্ট্রীয়ত্ব ব্যাঙ্কের এটিএম গ্যাস কাটার দিয়ে কেটে তার মধ্যে থাকা সমস্ত টাকা লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরদিন সকালেই ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা পুরুলিয়া শহর জুড়ে। খবর পেয়েই তড়িঘড়ি পুরুলিয়া সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে আসেন। ছুটে আসেন জেলা পুলিশ সুপার এস.সেলভা মুরুগনও। এরপরেই জেলা পুলিশ দ্রুত তদন্তকারী একটি দল গঠন করে জোর তদন্ত শুরু করে দেন। ঘটনার তদন্তে নেমে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই লুঠের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তদন্তকারীদের হাতে আসে বলে এদিন সাংবাদিক বৈঠকে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। তিনি এদিন আরও জানান ,হাতে আসা তথ্যের ভিত্তিতে বুধবার তদন্তকারীদের একটি দল রাঁচি ছুটে যায়। বুধবারই সেখানে এই দুই জনকে গ্রেফতারও করা হয়। তাদের কাছ থেকে মোট ২৬ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার। তিনি আরও জানান সংশ্লিষ্ট রাষ্ট্রয়ত্ব ব্যাংকের পক্ষ থেকে ৩৫ লক্ষ টাকা লুঠ হওয়ার অভিযোগ দায়ের করা হয়েছিল। যার মধ্যে এই দুই জনের কাছ থেকে লুঠ হওয়া রাশির ৭৫ শতাংশ উদ্ধার করা হয়েছে । অবশিষ্ট রাশির জন্যও জোর তল্লাশি চলছে। মূলত সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই তদন্তের প্রয়োজনীয় তথ্য হাতে আসে বলে দাবি পুলিশের। এটিএম লুঠে দুষ্কৃতীরা যে গাড়িটি ব্যবহার করেছিল সেটিকেও ইতিমধ্যে চিহ্নিত করা গিয়েছে বলে জানা যায়। এদিনই ওই দুই অভিযুক্ত কে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct