নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এবার নিজেদের হেফাজতে নিতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।এই নিয়ে আলিপুর আদালতে পিটিশন দাখিল হয়েছে সিবিআইয়ের তরফে। আজ অর্থাৎ শুক্রবার এই পিটিশনের শুনানি রয়েছে বলে জানা গেছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। ১৪ দিন তাঁকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদও করেন ইডি আধিকারিকরা। এবার এসএসসি দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। এই মর্মে আলিপুর জজ কোর্টে একটি আবেদনও জানানো হয়। সেই আবেদনের প্রেক্ষিতে সিবিআই-এর বিশেষ আদালত আজ অর্থাৎ শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি জেল থেকে আলিপুরে সিবিআই-এর বিশেষ আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে। আজ হবে এই মামলার শুনানি।পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর যোগসূত্র খুঁজে পেয়েছেন ইডি আধিকারিকরা। অর্পিতার দুটি ফ্ল্যাটে হানা দিয়ে যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, তা সবটাই পার্থ চট্টোপাধ্যায়ের বলে দাবি তদন্তকারীদের। পাশাপাশি সিবিআই আধিকারিকদের দাবি, -’ তদন্তে নেমে এসএসসি দুর্নীতির সঙ্গে তাঁরা পার্থ চট্টোপাধ্যায়ের যোগসূত্র মিলেছে’। তাই এবার পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।গত বুধবার ব্যাংকশাল আদালতে ভার্চুয়াল শুনানির সময় জামিন চেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন পার্থ।চট্টোপাধ্যায়ের। কাঁদতে কাঁদতে বলেন, ‘জামিন দিন। আমাকে বাঁচতে দিন।আমাকে তিন বেলা ওষুধ খেতে হয়। নিয়মিত চিকিত্সার প্রয়োজন রয়েছে। ইডি আমার বাড়িতে ৩০ ঘণ্টা তল্লাশি চালিয়েও কিছু পায়নি। তাহলে জামিন হচ্ছে না কেন? শারীরিক পরীক্ষা করাতে ইডি জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে’। যদিও ১৪ দিনের জেল হেফাজত হয়েছে পার্থ চট্টোপাধ্যায় সহ অর্পিতা মুখোপাধ্যায়ের। আজ আলিপুর আদালতে সিবিআইয়ের আবেদন নিয়ে শুনানি রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct