সম্প্রীতি মোল্লা, ভাতার, আপনজন: বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার ভাতারের হাঁড়গ্রাম গ্রামীণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির বিরুদ্ধে সারের দুর্নীতির অভিযোগ তুলে এক কর্মীকে সমবায়ের ভিতরে ভরে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালো চাষিরা । এলাকাবাসীর অভিযোগ সমিতির বিরুদ্ধে, যে তারা নকল সার বিক্রি করছে। এলাকা সুত্রে জানা গেছে, প্রায় ১২০প বস্তা সার কিনেছিল এলাকার কৃষকেরা।দাবি, সেই সার পুরোটাই নকল। দু’বছর আগে কারখানা বন্ধ হয়ে যাবার পর সেই সার কি করে দেওয়া হলো কৃষকদের হাতে? প্রশ্ন তুলেছেন কৃষকরা। অভিযোগ যেখানে সারের মধ্যে পটাশিয়াম, নাইট্রোজেন ও ফসফেট থাকার কথা, সেখানে রয়েছে মোরাম, কাদামাটি! কৃষকদের দাবি -’ অবিলম্বে সারের টাকা ফেরত দিতে হবে, নচেৎ সমবায়ের তালা বন্ধ থাকবে’। এই ঘটনায় উত্তপ্ত ভাতারের হাঁড়গ্রাম। এবছর দেরিতে চাষ শুরু হওয়ায় চাষিরা একেই পড়েছে বিপাকে তার ওপর সার কেলেঙ্কারিতে বিপর্যস্ত কৃষকরা।সার কিনে তা জমিতেও প্রয়োগ করেছিল এলাকার কৃষকেরা। সেই সার প্রয়োগ করাতে ধান গাছের বৃদ্ধি হয়নি বরং ধান গাছের ক্ষতি হয়েছে। চাষীদের আশঙ্কা একে দেরিতে চাষ তার ওপর তারা আর ধান পাবেন না। কারণ এই সার প্রয়োগ করাতে গাছের বৃদ্ধি ঘটেনি।এলাকার চাষীদের অভিযোগ -’ এই কোম্পানির সার দু’বছর আগে বন্ধ হয়ে গেছে তা সত্ত্বেও এই সার কি করে বিক্রি করল সমবায় সমিতি’? অভিযুক্ত সমিতির তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct