আপনজন ডেস্ক: দেশসেবার স্বীকৃতিস্বরূপ আমেরিকান মুসলিম চিকিৎসক ডা. এস আমজাদ হোসেনকে সম্মাননা দেওয়া হয়েছে। টোলেডো বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ডা. এস আমজাদ হোসেনকে স্বাস্থ্যসেবা ক্যাটাগরিতে এ সম্মাননা দেওয়া হয়। লং আইল্যান্ডের ইন্টারফেইথ ইনস্টিটিউট কর্তৃক দেশটির বিশিষ্ট এক শ আমেরিকান মুসলিম ব্যক্তিত্বকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। ৮৫ বছর বয়সী ডা. হোসেন একজন কার্ডিওথোরাসিক সার্জন, শিক্ষাবিদ, লেখক ও বিশ্ব ভ্রমণকারী। প্লুরোপেরিটোনিয়াল শান্ট এবং অস্ত্রোপচারে ব্যবহৃত বিশেষ ধরনের এন্ডোট্র্যাকিয়াল টিউবও আবিষ্কার করেন তিনি। লং আইল্যান্ডের ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা সদস্য ডা. ফারুক খান বলেন, ‘ডা. আমজাদ হোসেন একজন নবজাগরণের মানুষ। কর্মগুণে সবার চেয়ে আলাদা ও অনন্য তিনি। তিনি বলেন, শল্যচিকিৎসার ক্ষেত্রে অনেক কিছু আবিষ্কার করেছেন। পেশাগত সাফল্যের পাশাপাশি তিনি টলেডো পত্রিকার একজন নিয়মিত লেখক। সমসাময়িক নানা বিষয়ে তাঁর কলাম সবার নজর কেড়েছে। বিভিন্ন বিষয়ে তিনি অনেক বই লিখেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct