সম্প্রীতি মোল্লা, আসানসোল, আপনজন: এই নিয়ে দ্বিতীয়বার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সংশোধনাগারে গিয়ে জেল হেফাজতে থাকা অনুব্রত মন্ডল কে জেরা চালালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের গোয়েন্দারা।জানা গেছে, বেশিরভাগ প্রশ্ন এড়িয়ে গেছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল। বৃহস্পতিবার দুপুরে গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে ফের আসানসোল সংশোধনাগারে গিয়ে জেরা করলো সিবিআই । এদিন সিবিআইয়ের গোয়েন্দারা কেষ্টকে ঘণ্টাখানেক জেরা করেন। সিবিআই সূত্রে প্রকাশ , বৃহস্পতিবার ১৭টি প্রশ্ন করা হয়েছিল অনুব্রতকে'।তবে তিনি কোনও প্রশ্নের উত্তর দেননি বলে সিবিআই সূত্রে দাবি। বিগত কয়েক দিনে বীরভূমের বিভিন্ন প্রান্তে অভিযান চালাচ্ছে সিবিআই। অনুব্রত সংক্রান্ত যে সব তথ্য তদন্তকারী আধিকারিকরা পেয়েছেন তা নিয়েই অনুব্রত মন্ডল কে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিন বেলা ১২টা সময় আসানসোল সংশোধনাগারে যান সিবিআইয়ের দুই আধিকারিক সুশান্ত ভট্টাচার্য এবং স্বরূপ দে। সিবিআই সূত্রে জানা গেছে, গরু পাচার মামলায় সাম্প্রতিক সময়কালে উঠে আসা তথ্য নিয়ে একাধিক প্রশ্নের উত্তর জানতে তাঁরা অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করেন। সংশোধনাগারে ঢোকার সময় সিবিআই আধিকারিকদের হাতে কিছু নথিও দেখা গেছে। এদিন অনুব্রত মন্ডল কে সিবিআই জেরা করলেও তাঁর প্রাক্তন নিরাপত্তারক্ষী ধৃত সহগল হোসেনকে জেরা করা হয়নি। উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর অনুব্রত মন্ডল কে জেল হেফাজতে থাকাকালীন সিবিআই প্রথম জেরা করে।সেবার কোন প্রশ্নের উত্তর অনুব্রত দেননি।এবারেও তাই হলো বলে সিবিআইয়ের দাবি।গরু পাচার মামলায় গত মাসের প্রথম দিকে গ্রেপ্তার হয়েছেন রাজ্য রাজনীতিতে পিঞ্চ হিটার বক্তা খ্যাত অনুব্রত মন্ডল। দু দফায় সিবিআই হেফাজত হলেও বর্তমানে অনুব্রত জেল হেফাজতে রয়েছেন আসানসোল সংশোধনাগারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct