সুব্রত রায়, কলকাতা, আপনজন: এবার ডেঙ্গু আক্রান্ত হলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। গত দু’দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। জ্বর না কমায় পরীক্ষা করাতে রিপোর্টে দেখা যায় যে তিনি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু ধরা পড়ার পর চিকিৎসার জন্য বিনীত গোয়েলকে বুধবার হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কলকাতার পুলিশ কমিশনারের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।উল্লেখ্য সম্প্রতি রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। ডেঙ্গুর নয়া ভ্যারিয়েন্ট ডেঙ্গু থ্রি ধরা পড়েছে ,একাধিক আক্রান্তের দেহে। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বুধবার রাজ্যে নতুন করে ৫৩৭ জন মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৪৮৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে। সেই আবহে বাদ পড়লেন কলকাতার পুলিশ কমিশনারও। হাসপাতালে চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন। বিনীত গোয়েলের রক্তে প্লেটলেটের দিকেও বিশেষ নজর রাখছেন চিকিৎসকরা। একইসঙ্গে তাঁর শরীরে জলের মাত্রার দিকেও নজর রাখা হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতার পুলিশ কমিশনারের শারীরিক পরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।অন্যদিকে ডেঙ্গু মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে তৎপরতা শুরু করা হয়েছে। ইতিমধ্যে রাজ্যের যে সব এলাকায় তুলনামূলক ভাবে ডেঙ্গু বেশি ছড়িয়েছে সেই এলাকাগুলি চিহ্নিত করা হয়েছে। রাজ্যের ডেঙ্গুপ্রবণ ১৮টি ব্লককে চিহ্নিত করে সেখানে বিশেষ পদক্ষেপ করেছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যে ব্লকগুলিতে মশার প্রজনন নিয়ন্ত্রণের কাজে জোর দিতে পঞ্চায়েত দফতর থেকে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কলকাতা, হাওড়ার পাশাপাশি হুগলি, মুর্শিদাবাদ এবং দার্জিলিং জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। ডেঙ্গু মোকাবিলায় জোর দেওয়া হচ্ছে মশা নিধনে। পাশাপাশি ডেঙ্গু বিষয়ে মানুষকে সচেতন করতে প্রশাসনের তরফেও দেওয়া হচ্ছে বার্তা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct