আপনজন ডেস্ক: অবাক কাণ্ড। দক্ষিণ কোরিয়ার এক বিশ্ববিদ্যালয়ের টয়লেট ব্যবহার আপনি আয় করতে পারবেন ডিজিটাল কারেন্সি। যেটা দিয়ে আপনি অনেক ধরনের ফল, কফি এবং আরও কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যও কিনতে পারবেন।উলসানের টয়লেটটির ডিজাইন করেছেন ন্যাশনাল ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএনআইএসটি) আরবান অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক চো জায় এয়ন। পরিবেশবান্ধব ওই শৌচাগারের নাম দিয়েছেন বীভি। Bee ও Vision শব্দ দুটোর প্রথম অংশ নিয়ে তৈরি এ নামেই শুধু নয়, এর কার্যকারিতায়ও দূরদর্শিতার ছাপ রেখেছেন চো। ওই টয়লেট ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে ভূমিকা রাখা যাবে। সেই বিদ্যুতে আলো জ্বলবে বাড়িতে। তাই মলত্যাগ করে আয় করা যাবে। বীভিতে রয়েছে মলকে মাটির নীচের এক ট্যাংক নিয়ে যাওয়ার ব্যবস্থা। সেই বিল্ডিংয়ের পাশেই রয়েছে ল্যাবরেটরি। মাটির নীচে মল থেকে তৈরি হয় মিথেন গ্যাস। ল্যাবরেটরিতে রাখা এক যন্ত্রের সহায়তায় সেই মিথেন থেকে তৈরি হয় বিদ্যুৎ। এক ব্যক্তি একবারে গড়ে ৫০০ গ্রামের মতো মলত্যাগ করে। সেই মল দিয়ে তৈরি হয় ০.৫ কিলোওয়াট বিদ্যুৎ, যা দিয়ে একটা গাড়ি অনায়াসে ১.২৫ কিলোমিটার পথ চলতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct