মঞ্জুর মোল্লা, নদিয়া, আপনজন: এলাকার শিক্ষিত যুবক-যুবতীদের ‘চাকরির জন্য নেওয়া টাকা চাকরির পরিবর্তে ১৫ সেপ্টেম্বর মধ্যে ফেরত দেয়া হবে’, বিধায়কের অফিস ও বর্তমান তৃণমূল ব্লক সভাপতির বাড়ি থেকে, বাস স্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় এমন বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনাটি নদিয়ার চাপড়া বিধানসভা এলাকার। গত দু মাস আগে ওই এলাকা থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিল বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ দায়ের করা হয় বিধায়ক রুকবানুর রহমান ও তার ঘনিষ্ঠ বর্তমান চাপড়া ব্লক তৃণমূলের সভাপতি সুকদেব ব্রহ্ম চাকরি দেয়ার নাম করে টাকা নেয়ার পর আর সেই টাকা ফেরত দিচ্ছেন না। তৎকালীন সময় বেশ কিছু অডিও ক্লিপ প্রকাশ্যে আসে। সেই সময় নিজের কথা অস্বীকার করে ব্যবস্থা নেয়া আশ্বস্ত করেন বিধায়ক রুকবানুর রহমান।
সেই খবর সম্প্রচার করে প্রকাশ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরের জেরে ওই ব্যক্তি তার টাকা ফেরত পান। চাপড়ার বিভিন্ন এলাকায় টাকা ফেরত দেওয়া বিজ্ঞপ্তি দেখে রীতিমতো শোরগোল পড়েছে এলাকায়। এই টাকা ভারতের বিজ্ঞপ্তি দেখে কিছুটা হল বঞ্চিত কর্মপ্রার্থীরা আশার আলো দেখতে শুরু করেছিলেন কিন্তু বিধায়ক বলছেন এই বিজ্ঞপ্তি তার নয়! বিরোধীরাই তাদের প্রতি শত্রুতা করে এই বিজ্ঞপ্তি মেরেছে। তবে বিরোধীরা দাবি করছেন প্রচুর যুবক-যুবতীদের কাছ থেকে চাকরির নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়ে শাসকদলের নেতা-মন্ত্রীরা অবিলম্বে তাদের বিরুদ্ধে তদন্ত দাবি করছেন তারা। তাহলে এই ঘটনার শেষ পর্যন্ত কি দাঁড়ায় তার উত্তরের জন্য অবশ্য অপেক্ষা করতে হবে। বিধায়ক দাবি বিধানসভা নির্বাচনে যারা বিরোধী করছি ও বিজেপি ও সিপিআইএম মিলে এই সব করছে।তাতে কনো লাভ হবে মানুষ নির্বাচনে জয়ী করছে। সিপিএম নেতা ইমরান মন্ডলের দাবী তৃণমূল কংগ্রেসের সবাই চোর চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন বেকার যুবক যুবতীর সাথে চাকরি দেওয়ার নাম করে তুলেছে ভয়ে টাকা রাখতে পায়ছে সেই কারণে পোস্টার লাগি মানুষকে টাকা ফেরত দেয়ার কথা জানাচ্ছে। এই পোস্টার ঘিরে এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct