জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: তপন কান্দু খুনের ঘটনায় মূল শুটার জাবির আনসারী কে বুধবার ফের পুরুলিয়া আদালতে তোলা হয়। এদিন সকালেই সিবিআই এর আইনজীবী ও আধিকারিকেরা তাদের হেফাজতে থাকা জাবির আনসারীকে ১০ দিন পর সিবিআই হেফাজত থেকে পুরুলিয়া হাজত কোর্টে নিয়ে আসে। ওই অভিযুক্ত কে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে সিবিআই। ১০ আগে তার ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। ধৃত জাবির আনসারীর কাছ থেকে তপন কান্দু খুনে ব্যবহার হওয়া বাইক ও আগ্নেয়াস্ত্র টি উদ্ধার করা হয়েছে বলে সিবিআই এর তরফে জানানো হয়েছে। একইসঙ্গে এই জাবির কে জেরা করে আরো বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এদিন কড়া পুলিশি নিরাপত্তা বলয় তৈরি করে তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। আদালত ধৃত জাবির আনসারী কে আবার ৪ দিনের সিবিআই হেপাজতের নির্দেশ দেন। এবিষয়ে নিহত কাউন্সিলার তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু জানান এই ৪ দিনের হেপাজতে নিয়ে সিবিআই আরও রহস্য বের করতে পারে। হয়তো বা আরও নতুন কিছু তথ্য উঠে আসবে। সিবিআই এর তদন্তে আমরা আশাবাদী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct