ব্যাঙ্কের এটিএম কার্ডও রয়েছে নিজের হেফাজতে। পাশবইও তাঁর কাছেই। তবুও অ্যাকাউন্ট থেকে টাকা উদাও হল বর্ধমানবাসীর। অভিযোগ, ভিনরাজ্যের এটিএম কাউন্টার থেকে ব্যাঙ্কে গচ্ছিত তার টাকা তুলে নেওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, সম্ভব এটিএম ক্লোন করে টাকা তুলে নিয়েছে প্রতারকেরা।
বর্ধমান শহরের উদয়পল্লীর বাসিন্দা অলোক দাস। তাঁর অভিযোগ, তার অ্যাকাউন্ট থেকে একবারে ১৭ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। ঘটনার কথা পুলিশকে জানিয়েছেন অলকবাবু। একইসঙ্গে রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কেও ঘটনার কথা লিখিতভাবে জানিয়েছেন তিনি। লোকবাবু জানান, কাঞ্চননগরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি শাখায় তাঁর অ্যাকাউন্ট রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি তিনি ব্যাঙ্কের পাসবই আপডেট করান। তখন তিনি জানতে পারেন গত ১৫ ফেব্রুয়ারি তাঁর অ্যাকাউন্ট থেকে ১৭ হাজার টাকা একবারে তোলা হয়েছে। তিনি আরও জানান, পাসবইয়ে আপডেট করানোর পর আরও জানতে পারেন ওই টাকা কুজুমান্ডু রামগড়রা থেকে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেরই একটি এটিএম থেকে তোলা হয়েছে। যা দেখে অবাক হয়েছেন অলোকবাবু। তিনি বলেন, “ভিনরাজ্যের ওই জায়গায় আমি কোনওদিনই যাইনি। আর আমি বর্ধমানেই ছিলাম ওই দিন। আমার এটিএম কার্ডও আমার কাছে ছিল। তাহলে আমার কার্ড ব্যবহার করে কীভাবে টাকা তোলা হল সেটা বুঝতে পারছি না।” ঘটনার বিষয়ে বর্ধমান থানায় লিখিত অভিযোগ করেছেন। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ওই শাখাতেও অভিযোগ করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct