আপনজন ডেস্ক: বাকিংহাম প্যালেসে রাজা চার্লস ও রাজপরিবারের অন সদস্যরা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন গ্রহণ করেছেন। এ সময় রানির কফিন আসা উপলক্ষে প্রবল বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় সারিবদ্ধভাবে লাখো মানুষ অবস্থান করছিল। স্কটল্যান্ডে তার মৃত্যুর ছয় দিন পর রানি এলিজাবেথের মরদেহ তার বাকিংহাম প্রাসাদ থেকে ঘোড়ার গাড়িতে করে ওয়েস্টমিনিস্টার হলে নিয়ে যাওয়া হবে। আগামী সোমবার রানির শেষকৃত্যের আগ পর্যন্ত চারদিন তার মরদেহ সেখানে রাখা হবে। রাজধানীর রাস্তা দিয়ে কফিন নিয়ে যাওয়ার সময় রাজা এবং রাজপরিবারের অন্যান্য প্রবীণ সদস্যরা শবযানের পিছনে নীরবে হাঁটবেন এবং তারপর ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট কমপ্লেক্সের ১২ শতকের ক্যাভারনস হলে পৌঁছাবেন। জনসাধারণকে বিকাল ৫টা (১৬০০ জিএমটি) থেকে প্রবেশ করতে দেওয়া হবে। শোকাহতদের ইতোমধ্যেই সতর্ক করা হয়েছে যে তাদের চব্বিশ ঘন্টা পর্যন্ত সারিবদ্ধভাবে ধৈর্য্যের সাথে অপেক্ষা করতে হতে পারে। দর্শকদের এই ভিড় ৫ মাইল বা ৮ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct