আপনজন ডেস্ক: আবারও বায়ার্ন মিউনিখের কাছে ধরাশায়ী হল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ‘সি’ গ্রুপের ম্যাচে বার্সার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে বায়ার্ন। বাভারিয়ানদের মাঠে এ নিয়ে শেষ সাত ম্যাচের একটিও জিততে পারল না বার্সা। অ্যালিয়েঞ্জ এরেনায় ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বায়ার্ন ছেড়ে বার্সায় যোগ দেওয়া পোলিশ তারকা রবার্ট লেভানদোস্কি গোলের দুটি সহজ সুযোগ মিস করেন। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে থাকে বায়ার্ন। ম্যাচের ৫০তম জোশুয়া কিমিখের কর্নার থেকে ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ হেড করে স্বাগতিকদের এগিয়ে দেন। এর ৪ মিনিট পরই জামাল মুসিয়ালার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন লেরয় সানে। ম্যাচের ৬৩তম মিনিটে বার্সার পেদ্রির শট গোলপোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের বাকি সময়ে গোল করতে পারেনি কোনো দলই। ফলে ২-০ গোলে হেরে মাঠ ছাড়ে জাভির দল। এই জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। বার্সা পরের দুটি ম্যাচ খেলবে ইন্টার মিলানের বিপক্ষে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct