সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: পরপর দুদিন ধরে চলা প্রাকৃতিক দুর্যোগে তথা বৃষ্টিপাতের জেরে ধসে পড়লো দু’তলা বাড়ি বুধবার সকালে। ঘটনাটি বীরভূমের দুবরাজপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের। “নন্দী ভবন” নামে পরিচিত দু’তলা বাড়ির একটা অংশ ধসে পড়ে । ভেঙে পড়া বাড়ির নিচতলায় বসবাস করেন নন্দী ভবনের বাসিন্দা লক্ষ্মী নন্দী।বাড়িটির বাসিন্দা এদিন সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হওয়ার কয়েক মুহুর্তের মধ্যেই বিকট শব্দে ধ্বসে পড়ে বাড়িটি।বরাত জোরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এই ভবনের এবং পাশের বাড়ির বাসিন্দারা। ধ্বসে যাওয়া ইট পাথরের টুকরো গুলি পড়ে পাশের বাড়ির বাসিন্দা তপন কুমার ওঝার বাড়ির উঠানে। সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর প্রাচীর এবং স্টোর রুম। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে সহ অন্যান্য কাউন্সিলর ও স্থানীয় তৃনমূল কংগ্রেসের নেতৃত্ব। পৌর প্রধান পীযূষ পান্ডে জানান,বহু পুরাতন যে সমস্ত বাড়ি রয়েছে সেগুলো দুবরাজপুর পৌরসভায় চিহ্নিত হয়েছে। রক্ষণাবেক্ষণ ও ঠিক ঠাক রাখার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। ধ্বসে পড়া বাড়িটির জন্য আগাম খবর দিলে পৌরসভা ব্যবস্থা নিতো। তবে বাকি বাড়িগুলোর ব্যবস্থা নেওয়া হবে, ধসে পড়া বাড়িটির পরিস্কার পরিচ্ছন্ন সহ বাসযোগ্য করার তোলার ব্যাবস্থা করবে দুবরাজপুর পৌরসভা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct