নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের সিঙ্গেল বেঞ্চে কবি শ্রীজাতের এক কবিতায় হিন্দু ভাবাবেগে আঘাত হানা হয়েছে বিষয়ক মামলার শুনানি চলে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।স্বনাম্যধন্য কবি শ্রীজাত তাঁর একটি কবিতায় হিন্দু ধর্ম সম্পর্কে কয়েকটি আপত্তিকর শব্দ ব্যবহার করেছিলেন বলে অভিযোগ । এ নিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। হিন্দু ধর্মের পবিত্র একটি প্রতীক সম্পর্কে তাঁর লেখায় শ্রীজাত অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন বলে অভিযোগ তুলেছেন কেউ কেউ ।অভিযোগকারীদের দাবি -' ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন কবি' । সিট গঠন করে সিআইডি তদন্ত চেয়ে কলকতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে বিশিষ্ট এই কবির বিরুদ্ধে । জানা গেছে, আগামী সোমবার এই মামলার শুনানি হবে বিচারপতি রাজশেখর মান্থার এর এজলাসে। মামলাকারী বেশ কয়েক বছর আগে প্রথমে বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেছিলেন । পাশাপাশি বিধাননগর থানাতেও দায়ের হয়েছিল অভিযোগ । এরপর শ্রীজাতর বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ । গত বছর কলকাতা হাইকোর্টে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে মামলা করেছিলেন একজন । সেই মামলার দ্রুত শুনানি চেয়ে এদিন বিচারপতি রাজাশেখর মান্থার এর সিঙ্গেল বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী ফিরোজ এডুলজি । আগামী সোমবার এই মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এর সিঙ্গেল বেঞ্চে বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct