মোহাম্মদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: জনসচেতনতার জন্য আয়োজিত হল জাতীয় পুষ্টি সপ্তাহ দিবস।একই সঙ্গে আয়োজিত হয় হাম প্রতিরোধক সচেতনতা শিবির।মঙ্গলবার দুপুরে এই কর্মসূচিটি আয়োজিত হয় নলহাটি ২ নং ব্লকের লালন সংস্কৃতি সদন হলে।বেড়ে ওঠা,সুস্থ্য থাকা এবং স্বাভাবিক জীবনের জন্য প্রত্যেকের ব্যাল্যান্স ডায়েট থাকা খুবই গুরুত্বপূর্ণ।কম বেশি সব খাবারেই রয়েছে পুষ্টিগুন। শরীর সুস্থ রাখতে আমাদের বেশি বেশি শাক , সব্জি খাওয়া উচিত। শিশু পুষ্টিকর খাদ্য নিয়ে আলোচনা হয় সেমিনারে।
একই সঙ্গে এম এম আর ইনজেকশন হাম (রুবেওয়ালা) প্রতিরোধ করতে ব্লক অফিসে আয়োজিত হয় সচেতনতা শিবির।লোহাপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য অধিকর্তা সুরজিৎ কর্মকার বলেন, হাম ভাইরাসটি মূলত শিশুদের ক্ষেত্রেই দেখা দেয়। হাম ভাইরাসের জন্য মৃত্যুও ঘটতে পারে। এই রোগটি প্রতিরোধ করতে এম এম আর ইনজেকশনের ফলে বেশির ভাগ ক্ষেত্রেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে জানান। হাম প্রতিরোধ করার জন্য এলাকায় এম এম আর ইঞ্জেকশন দেওয়া হবে ৯ মাসের শিশু থেকে ১৫ বছর বয়সীদের।ইনজেকশনটি দেওয়া হবে নভেম্বর মাসের ২৮ তারিখ থেকে ডিসেম্বর মাসের ৩১ তারিখ পর্যন্ত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct