কুতুবউদ্দিন মোল্লা, তিলপি, আপনজন: রবিবার রাত থেকে বৃষ্টির কবলে পড়ে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত জয়নগর ১ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। গ্রামের মানুষের বাড়িতে ঢুকতে থাকে জল রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। নিম্নচাপ ও প্রবল বর্ষণের জেরে গ্রামের মাটির বাড়িতে ফাটল দেখা দিচ্ছে।তাতে চিন্তার মধ্যে পড়েছেন সাধারণ মানুষজন। নিম্নচাপের জেরে রবিবার গভীর রাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে।নিম্নচাপের তান্ডবে টইটম্বুর পুকুর, ইস্কুল, বাড়ি। এমন পরিস্থিতির মধ্যে দিয়ে এলাকা পরিদর্শন করছেন ঢোসা চন্দনেশ্বর গ্রামের ২৬০ নম্বর বুথের সভাপতি সৌমেন সরদার, ভবেশ রঞ্জন চক্রবর্তী গ্রামে ঘুরে তাদেরকে পাশে থাকার আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে বৃষ্টির জল ঘরে মধ্যে প্রবেশ করছে।তবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে। সাপের আতঙ্কও রয়েছে। গ্রামের মানুষের কথা ভেবে বিগত কয়েক বছর আগে জল নিকাশের ব্যবস্থার কাজ শুরু করা হয়েছিল। তবে কাজ শুরু হলেও লিখিতভাবে দরখাস্ত করাতে। তার কাজ বন্ধ হয়ে যায়। তবে সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জল নিকাশের স্থায়ী সমাধান করা হয়নি। যার কারণেই তাদের এই সমস্যায় পড়তে হচ্ছে চন্দনেশ্বর, ধোসা, তিলপি ও শ্যামনগর গ্রামবাসীদেরকে। তবে গ্রামবাসীদের দাবি দ্রুত কাজ আবার শুরু করা হোক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct