আপনজন ডেস্ক: দেশে ২০১১ সালে জনগণনা অনুযায়ী মুসলিম জনসংখ্যা ১৪.২ শতাংশ। কিন্তু কেন্দ্রীয় সরকারের ‘প্রিজনার্স স্ট্যাটিক্স অফ ইন্ডিয়া’ সূত্র জানাচ্ছে, সারা দেশের মধ্যে ২০২১ সালে কারাগারে বন্দিদের মধ্যে মুসলিমদের হার ৩০ শতাংশেরও বেশি। অর্থাৎ, দেশের মুসলিমদের জনসংখ্যার হারের দ্বিগুণ হার কারাগারে অবস্থান করছেন মুসলিমরা। কেন্দ্রীয় সরকারের দেয়া তথ্য পরিসংখ্যান জানাচ্ছে, ২০২১ সালে দেশের বিভিন্ন রাজ্যের কারাগারগুলি চার ধরনের বন্দিরা রয়েছেন। তারা হলেন, দোষী সাব্যস্ত (কোনও অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তি এবং আদালত দ্বারা দণ্ডিত ব্যক্তি), বিচারাধীন বন্দি (বর্তমানে আইন আদালতে বিচারাধীন), ডিটেনিউস (আইনত হেফাজতে থাকা ব্যক্তি) এবং যারা এই তিনটি বিভাগের কোনওটির অন্তর্ভুক্ত নয় এবং যারা মোট বন্দিদের মোট সংখ্যার একটি ছোট অংশ নিয়ে গঠিত। উল্লেখযোগ্য বিষয় হল, কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের মধ্যে অসমে মুসলিম জনসখ্যার হার ৩৪ শতাংশ হলেও, সে রাজ্যে কারাগারে দোষী সাব্যস্ত ও বিচারাধীন বন্দিদের মধ্যে হিন্দুদের থেকে অনেক বেশি সংখ্যাক হলেন মুসলিম। অসমে দোষী সাব্যস্ত বন্দিদের মধ্যে ৬০.৫১ শতাংশ মুসলিম আর হিন্দুদের হার ৩৬.৫১ শতাংশ। অসমে বিচারাধীন বন্দিদের মধ্যে মুসলিমদের হার ৪৯.৩১ শতাংশ। অথচ, বিচারাধীন হিন্দুদের হার ৪৭.২৭ শতাংশ। জনসংথ্যার তুলনায় মুসলিম বন্দিদের হার যেসব রাজ্যে বেশি তার মধ্যে উল্লেখযোগ্য হল, গুজরাত, উত্তর প্রদেশ, হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীর। অর্থাৎ যেসব রাজ্যগুলি মূলত বিজেপি শাসিত বা কেন্দ্র শাসিত মূলত সেখানেই মুসলিম বন্দিদের হার সে রাজ্যের জনসংখ্যার হারের তুলনায় বেশি।
‘প্রিজনার্স স্ট্যাটিক্স অফ ইন্ডিয়া’ সূত্র জানাচ্ছে, ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অসমে দোষী সাব্যস্ত বন্দিদের মোট সংখ্যা ২৪৫৯। এদের মধ্যে হিন্দু ৮৯৮, মুসলিম ১৪৮৮, শিখ ৪৫, খ্রিস্টান ১৩ ও অন্যান্যরা ১৫জন। অসমে বিচারাধীন বন্দিদের মোট সংখ্যা ৭৬২০। তাদের মধ্যে হিন্দু ৩৬০২, মুসলিম ৩৭৫৮, শিখ ৮৬, খ্রিস্টান ২৮ ও অন্যান্য ১৪৬জন। গুজরাতে মুসলিম জনসংখ্যার হার ৯.৬৭ শতাংশ। কিন্তু কারাগারে দোষী সাব্যস্ত বন্দি মুসলিমদের হার জনসংখ্যার তুলনায় প্রায় তিন গুণ, ১৯.৩৯ শতাংশ। আর বিচারাধীন বন্দিদের ক্ষেত্রে গুজরাতে মুসলিমদের হার ১৯.৪২ শতাংশ। শুধু গুজরাত নয়, অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে প্রায় একই পরিস্থিতি। কর্নাটকে মুসলিম জনসখ্যার হার ১২.৯২ শতাংশ। কিন্তু সেখানকার কারাগারে বিচারাধীন বন্দিদের মধ্যে মুসলিমদের হার ১৮.৪৪ শতাংশ। হরিয়ানায় মুসলিম জনসংখ্যার হার ৭.০৩ শতাংশ। কিন্তু সেখানে কারাগারে দোষী সাব্যস্ত বন্দিদের মধ্যে মুসলিমদের হার ১২.৬৮ শতাংশ। উত্তরাখণ্ডে মুসলিম জনসংখ্যার হার ১৩.৯৫ শতাংশ। কিন্তু সেখানকার কারাগরে দোষী সাব্যস্ত বন্দিদের মধ্যে মুসলিমদের হার ২১.৭৬ শতাংশ। আর কারাগারে বিচারাধীন বন্দিদের মধ্যে মুসলিমদের হার ২৯.৬৭ শতাংশ। অন্যদিকে, পশ্চিমবঙ্গে যেখানে মুসলিম জনসংখ্যার হার ২৭.০১ শতাংশ, সেখানে কারাগারে দোষী সাব্যস্ত বন্দিদের মধ্যে মুসলিমদের হার ৩১.৬৫ শতাংশ। আর বিচারাধীন বন্দিদের মধ্যে মুসলিমদের হার কিন্তু অনেকটােই বেশি, ৪২.৮১ শতাংশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct