আপনজন ডেস্ক: উত্তপ্রদেশের পথে এবার হাঁটতে চলেছে উত্তরাখণ্ড সরকার। যোগী আদিত্যনাথের সরকার উত্তরপ্রদেশে অবস্থিত সকল বেসরকারি মাদ্রাসার উপর সমীক্ষা করার নির্দেশ দিয়েছে। এমনকী মাদ্রাসাকে অবৈধনির্মাণের অভিযোগ তুলে বুলডোজার দিয়ে ভাঙতে শুরু করেছে। এবার সেই পথ অনুসরণ করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, সমস্ত মাদ্রাসার উপর কড়া নজর রেখে সমীক্ষার ব্যবস্থা নেওয়া হবে। উত্তরাখণ্ডের মাদ্রাসার কার্যকলাপ নিয়ে সমীক্ষা চালানো হবে। এই বিষয়ে এ উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মাদ্রাসার বিষয়ে লাগাতার অভিযোগ পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে তাদের সমীক্ষা করানো খুবই জরুরি হয়ে পড়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিএম ধামি এসব কথা বলেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী আরও বলেন, উত্তরাখণ্ডে মাদ্রাসার কার্যক্রম ও কার্যক্রম নিয়ে ক্রমাগত যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে তাগুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ জন্য সব মাদ্রাসা তদন্ত করা হবে। ইউপির আদলে সব মাদ্রাসার সমীক্ষা করা হবে।
তবে, উত্তরাখণ্ডের বিজেপি সরকার যে সে রাজ্যে মাদ্রাসাগুলিকে নিয়ে সমীক্ষা করতে যাচ্ছে তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল সোমবার। মুখ্যমন্ত্রী ধামির মাদ্রাসায় সমীক্ষা করার ঘোষণা করার আগে প্রাক্তন রাজ্য মুখপাত্র এবং উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ডের নবনিযুক্ত সভাপতি শাদাব শামস সংবাদমাধ্যমকে বলেছিলেন, “উত্তর প্রদেশ সরকারের মতো আমরা উত্তরাখণ্ডে বেসরকারি মাদ্রাসাগুলির একটি সমীক্ষা করব। যেসমস্ত মাদ্রাসাগুলি উত্তরাখণ্ড মাদ্রাসা বোর্ড কিংবা ওয়াকফ বোর্ডে নিবন্ধিত নয়,তাদেরকে যেকোনও একটি বোর্ডে অন্তর্ভুক্ত করা হবে। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, কোনও অনিবন্ধিত মাদ্রাসাকে উত্তরাখণ্ডে চালাতে দেওয়া হবে না। শামস আরও বলেন, রাজ্যের মসজিদ ও মাদ্রাসাগুলোতে ‘বেআইনি কার্যকলাপ, যদি থাকে’ তা রোধ করার জন্য নিরাপত্তা ক্যামেরা স্থাপন করা হবে। ওয়াকফ বোর্ডের অনুমান অনুযায়ী, উত্তরাখণ্ডে বর্তমানে ৫২২ টি নিবন্ধিত মাদ্রাসা রয়েছে (৪১৯ টি ইউএমবি এবং ১০৩ টি ওয়াকফ বোর্ডের সাথে), যেখানে প্রায় একই সংখ্যক মাদ্রাসা অনিবন্ধিত।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার অস্বীকৃত মাদ্রাসাগুলি চিহ্নিত করতে এবং তাদের পরিচালনাকারী সংস্থাগুলি, পাঠ্যক্রম এবং আয়ের উৎসের মতো বিশদ সংগ্রহ করার জন্য একটি সমীক্ষার নির্দেশ দেয়। ওই নির্দেশে বলা হয়, ১০ সেপ্টেম্বর থেকে উত্তরপ্রদেশের বেসরকারি মাদ্রাসাগুলিতে সমীক্ষা শুরু করতে হবে। আর সেই সমীক্ষার রিপোর্ট ২৫ দিনের মধ্যে শেষ করতে হবে ও জমা দিতে হবে ২৫ অক্টোবরের মধ্যে। এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct