নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: মঙ্গলবার 'চাইল্ড কেয়ার লিভ'-এর নথি দিতে অস্বীকার এবং আদালতের নির্দেশ অবমাননার অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি চলে ।শুনানি পর্ব শেষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় -'জোকা ব্রতচারী বিদ্যাশ্রম গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা শ্রাবণী বন্দ্যোপাধ্যায়ের বেতন বন্ধের নির্দেশ দিলেন' পাশাপাশি বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছেন বিচারপতি । আদালত সুত্রে প্রকাশ, ছেলের পরীক্ষার জন্য ২০১৫-১৬ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষে চাইল্ড কেয়ার লিভ নিয়েছিলেন জোকা ব্রতচারী বিদ্যাশ্রম গার্লস হাইস্কুলের তৎকালীন শিক্ষিকা উমা আচার্য। তাঁর ছুটি অনুমোদনও করা হয়েছিল সেসময় । পরে তিনি মহেশতলা গোপালপুর শিক্ষা নিকেতন হাইস্কুলে প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন।
এর পরেই গন্ডগোলের সূত্রপাত। উমাদেবীর চাইল্ড কেয়ার লিভ-এর অনুমোদন সংক্রান্ত নথি এবং সার্ভিস বুক দিতে অস্বীকার করেন ব্রতচারী বিদ্যাশ্রম গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা শ্রাবণী বন্দ্যোপাধ্যায়। নিরুপায় হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষিকা । দীর্ঘ শুনানির পর এক প্রাক্তন প্রধান শিক্ষক কে বিশেষ অফিসার হিসাবে নিয়োগ করে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেয় হাইকোর্ট । বিশেষ অফিসারের সামনে বিষয়টি মিটমাট করে নিয়ে সম্মত হন শ্রাবণী। সব কিছু মিটেও যায়। কিন্তু, এই বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, সেই সংক্রান্ত কাগজপত্রে সই করেননি প্রধান শিক্ষিকা। শুধু তাই নয়। মঙ্গলবার মামলার শুনানির দিন আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আবেদনও জানান প্রধান শিক্ষিকা ।এদিন এতে ক্ষুব্ধ হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।মঙ্গলবার এজলাসে শ্রাবণী বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে তীব্র ভর্ত্সনা করেন তিনি। সেইসঙ্গে প্রধান শিক্ষিকার বেতন বন্ধের নির্দেশ দেন। আদালতের সঙ্গে প্রতারণা করার অভিযোগে স্কুল শিক্ষা দফতরকে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছেন বিচারপতি। বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত প্রধান শিক্ষিকা হিসেবে স্কুলে দায়িত্ব পালন করতে পারবেন না শ্রাবণী বন্দ্যোপাধ্যায় । আগামী ৯ নভেম্বর মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct