মনিরুজ্জামান, বারাসাত, আপনজন: ঐতিহ্যবাহী বসিরহাট শহর লাগোয়া ইছামতী নদী তীরবর্তী এলাকার সংস্কার নিয়ে সোমবার বারাসাতে উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসকের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। ইছামতী নদীর ভাঙ্গনের ফলে আস্তে আস্তে বসিরহাট শহরটা ভাঙ্গনের মধ্যে চলে যাচ্ছে। সেটাকে প্রতিরোধ করা। যাতে করে বসিরহাটের শ্মশান, টাউন হলকে যাতে এই ভাঙ্গনের কবলে পড়তে না হয়। সেটাকে দেখা।সন্দেশখালি,হিঙ্গলগঞ্জ, আতাপুর,মণিপুরে যে বাঁধগুলি আছে সেগুলিকে আরও ভালো ভাবে রক্ষণাবেক্ষণ করা। যাতে করে ভবিষ্যতে আয়লার মতো কোনও প্রাকৃতিক বিপর্যয়ে যেন বিপর্যস্ত হয়ে না পড়ে ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক, সেচ দপ্তরের প্রধান সচিব প্রভাত মিশ্র, জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, অশোকনগরের বিধায়ক তথা জেলা পরিষদের পূর্ত স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, অতিরিক্ত জেলাশাসক (ভূমি) সামা পারভীন, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার জেবি থমাস,হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct