আপনজন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা ব্যবস্থা বজ্রআঁটুনিতে মুড়ে ফেলা থাকে। আর সেই নিরাপত্তার জন্য প্রতিদিন দেড় কোটি টাকা খরচ হয় বলে জানা গিয়েছে। সবাই জানেন, প্রধানমন্ত্রী এসপিজি নিরাপত্তা পান। এসপিজি নিরাপত্তার বহর দেখলে রীতি মতো চমকে যেতে হয়। যেকোনো হামলার ঘটনা এড়াতে এই বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়। এই নিরাপত্তা বলয়ে প্রধানমন্ত্রীর কনভয় থাকে। কনভয়ের প্রথম গাড়িটি দিল্লি পুলিশের নিরাপত্তা কর্মীর। এই গাড়িতে সাইরেন থাকে। গাড়িটির পর থাকে এসপিজির গাড়ি। তার পর থাকে আরও দুটি গাড়ি। এর পরে থাকে আরও দুটি গাড়ি।যার একটি থাকে বাম দিকে। অন্যটি থাকে ডান দিকে। মাঝখানে থাকে প্রধানমন্ত্রীর গাড়ি। সব সময়ের জন্য পাশের দুটি গাড়ি দুইদিক থেকে প্রধানমন্ত্রী মোদির গাড়িকে ঘিরে থাকে। যাতে সহজেই কেউ প্রধানমন্ত্রীর গাড়ির কাছাকাছি আসতে না পারে। প্রধানমন্ত্রীর সুরক্ষার্থে এসপিজির বিশেষ নিরাপত্তা দলে এক হাজার জনেরও বেশি কমান্ডো ঘিরে থাকেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য কমান্ডো নিয়োগের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা নেওয়া হয়। নিরাপত্তা বেষ্টনীর দ্বিতীয় সারিতে থাকেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। এসপিজির কর্মীদের মতো তারাও দক্ষ ও প্রশিক্ষিত। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় তারা পটু। নিরাপত্তা বেষ্টনীর তৃতীয় সারিতে থাকে ‘ন্যাশনাল সিকিউরিটি গার্ড' (এনএসজি)। চার নম্বর সারিতে থাকেন বিভিন্ন রাজ্যের পুলিশ কর্মকর্তারা। প্রধানমন্ত্রী যখন কোনো রাজ্যে যান, সেই রাজ্যের পুলিশ কর্মকর্তারা ওই চার নম্বর সারিতে থাকেন। পঞ্চম সারিতে থাকে পুলিশ ও কমান্ডোদের নিয়ে সজ্জিত অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি। ওই গাড়িগুলো রাসায়নিক ও জৈবিক হামলা প্রতিরোধেও পারদর্শী।'বুলেটপ্রুফ বিএমডাব্লিউ ৭’ গাড়িতে চড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর গাড়ির মতো দেখতে আরো দু’টি গাড়ি থাকে কনভয়ে। আদতে প্রধানমন্ত্রীর গাড়ি কোনটি, সেটি যেন বুঝতে না পারেন আততায়ীরা, সে কারণেই এমন ব্যবস্থা।প্রধানমন্ত্রীর কনভয়ে থাকে জ্যামার লাগানো বিশেষ গাড়ি। যেটি রাস্তার ১০০ মিটারের মধ্যে বিস্ফোরক নিষ্ক্রিয় করতে পারে।এ ছাড়াও রাখা হয় একটি অ্যাম্বুল্যান্স। আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসার সুবিধার জন্যই অ্যাম্বুলেন্স রাখা হয়। সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, মোদির নিরাপত্তার জন্য দৈনিক খরচ হয় ১.৬২ কোটি টাকা। চলতি অর্থবর্ষে এসপিজি নিরাপত্তার জন্য ৫৯২.৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct