আপনজন ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ১০ মাস বাকি। আগামী নির্বাচন তুরস্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের নানা উত্তেজনার কারণে বাইডেন সরকার চাইবে এরদোগান সরকারের পতন বা পরিবর্তন। মধ্যপ্রাচ্যবিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের নিবন্ধে বলা হয়েছে— প্রেসিডেন্ট এরদোগান নির্বাচনি প্রচারে বিস্ময়কর এবং অবিশ্বাস্য ব্যাপার ঘটানোর জন্য বেশ পরিচিত। এখন সময় এসেছে যথারীতি তার সেই তুরুপের তাস ব্যবহার করার। এরই অংশ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের বেতন, সামাজিক সহায়তা বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন খাতে ব্যয় বাড়ানোর কৌশল নিয়েছেন তুর্কিয়ে প্রেসিডেন্ট। তুরস্কের রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক রাগিপ সয়লুর লেখা আলোচিত ওই নিবন্ধে বলা হয়েছে— দেশটির অর্থনৈতিক দুরবস্থার মধ্যেও শেষ যুদ্ধটা না চালিয়ে ক্ষমতা ছাড়তে চান না প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct