আপনজন ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করেছে ভারত। দলে ফিরেছেন যশপ্রীত বুমরা ও হার্শাল প্যাটেল। ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে বিশ্বকাপের অষ্টম আসর। ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে রোহিত শর্মার দল। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ব্যর্থ হয়েছে ভারত। সুপার ফোরে শ্রীলঙ্কা ও পাকিস্তানের কাছে হেরে বিদায় নিতে হয়েছে রোহিত শর্মার দলকে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের রোহিত শর্মার নেতৃত্বে ১৫ জনের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ফিটনেস টেস্টে পাশ করে যশপ্রীত বুমরা দলে জায়গা করে নিলেও স্থান পাননি মুহাম্মদ সিরাজ, উমরান মালিক। তবে শামি, চাহার, শ্রেয়স ও বিষ্ণোইকে স্টান্ড বাই রাখা হয়েছে। ব্যাটিংয়ের বিশ্বকাপে ভারত ভরসা রাখছে পরিচিত মুখদের ওপরই। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ব্যাটিংয়ে ইউনিটে থাকছেন লোকেশ রাহুল, বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। কোহলির রানে ফেরা বিশ্বকাপের আগে বড় বেশ স্বস্তি দিচ্ছে ভারতকে।
অলরাউন্ডার হিসেবে এশিয়া কাপে ভালো করা হার্দিক পান্ডিয়ার সঙ্গে আছেন দীপক হুদাও। তবে চোটে পড়ায় জায়গা হয়নি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। এশিয়া কাপের শুরুতেই ছিটকে গেছেন তিনি। বিশ্বকাপেও তাঁকে থাকতে হবে দর্শকের সারিতে। তাঁর বিকল্প হিসেবে আছেন অক্ষর প্যাটেল। বিশ্বকাপে ভারত ভরসা রাখছে তরুণ পেসার অর্শদীপের সিংয়ের ওপর। জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া এই পেসারকেও দলে রেখেছে দলটি। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে আসিফ আলীর ক্যাচ ছেড়ে সমালোচিত হলেও, তাঁর বোলিং নজর কেড়েছে টিম ম্যানেজমেন্টের। বিশেষ করে ডেথ ওভারে তাঁর বোলিং দারুণ প্রশংসিত হয়েছে। আইপিএলের পর এশিয়া কাপের পারফরম্যান্সও নির্বাচকদের সন্তুষ্ট করায় দলে জায়গা পেয়েছেন তিনি। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে এশিয়া কাপের মতোই দিনেশ কার্তিক ও ঋষভ পন্তকে দলে রেখেছে ভারত। তবে বিশ্বকাপের জন্য ভারতের মূল দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামির। স্ট্যান্ডবাই হিসেবেই রাখা হয়েছে তাঁকে। শামির সঙ্গে স্ট্যান্ডবাইয়ে আছেন শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণয় ও দীপক চাহারও। বিশ্বকাপের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পন্ত, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, অর্শদীপ সিং। স্ট্যান্ডবাই: মোহাম্মদ শামি, শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণয়, দীপক চাহার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct