সুব্রত রায়, কলকাতা, আপনজন: কলকাতায় ডেঙ্গু সংক্রমণের সংখ্যা আটশো ছাড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার কলকাতা পুরসভা বৈঠক করল রাজ্য স্বাস্থ্য দফতরের সঙ্গে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র ও কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অতীন্দ্র ঘোষ। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় কাল, মঙ্গলবার থেকে পাড়ায় পাড়ায় ক্লাবগুলির সহযোগিতায় ফিডার ক্যাম্প শুরু হবে। সরকারি যে দফতরগুলিতে জল জমে ডেঙ্গুর প্রবণতা দেখা দিতে পারে সেগুলি চিহ্নিত করা হবে। বুধবার থেকে শহরের বিভিন্ন জায়গায় ডেঙ্গু দমনে ড্রোন ব্যবহার করে কীটনাশক স্প্রে করা হবে। শহরের বাজারগুলিতে ডেঙ্গুর সচেনতার প্রচার চালানো হবে। সরকারি ও বেসরকারি ল্যাবগুলিতে রক্তপরীক্ষার রিপোর্ট ডেঙ্গু পজিটিভ হলে তা জানানো বাধ্যতামূলক করা হচ্ছে। শিশুদের জন্য বেলেঘাটা আইডি ও বিসি রায় শিশু হাসপাতালে ডেঙ্গু আক্রান্তের চিকিৎসার জন্য শয্যা সংরক্ষিত করা হচ্ছে। শহরবাসীর জন্য ২৪ ঘণ্টা রক্তপরীক্ষার ব্যবস্থা চালু থাকবে এসএসকেএম, এমআর বাঙুর ও বেলেঘাটা আইডি ট্রপিক্যালে।বৈঠক শেষে মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের বলেন, কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু প্রবণতা ছড়িয়ে ছয়টি ওয়ার্ডে। সংশ্লিষ্ট ওয়ার্ডগুলি হল ১০৫, ১০৬, ১০৭, ১০৯, ১১৫, ১২১।ওই সব ওয়ার্ডে বিশেষ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরবাসীকে পুজোর আগে ফের ডেঙ্গু দমনে সতর্ক হওয়ার আর্জি জানিয়ে মেয়র বলেন – কোথাও যাতে বৃষ্টির জল সামান্য না জমে সে দিকে সকলকে নজর রাখতে হবে। কলকাতা পুরসভা সর্বশক্তি নিয়ে ডেঙ্গু দমনে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct