নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: বিভিন্ন মিশনারি প্রতিষ্ঠান, নিট প্রশিক্ষণ কেন্দ্র থেকে মেডিক্যাল ক্ষেত্রে এবার অনেকটা জয়জয়কার মালদার কালিয়াচকের। কালিয়াচক আবাসিক মিশন থেকে নিটে আশানুরূপ সাফল্য পেয়েছে বলে খবর। এই সাফল্যে খুশি কালিয়াচক আবাসিক মিশন কর্তৃপক্ষ। গতবছর থেকে এবারের ফলাফল আরো ভালো হয়েছে। মিশন সূত্রে জানা গেছে, গতবছর এখান থেকে ১৩ জন পড়ুয়া নিট পেয়েছিল। এবার সংখ্যাটা ১৬ জন। নূর আফসানা তার মধ্যে একজন। তার বাবা ইলিয়াস আলি পেশায় একজন ব্যবসায়ী। তার বাড়ি মোথাবাড়ির অচিনতলা গ্রামে। এছাড়াও আদিলা ইসলাম তার বাবা দিল মহম্মদ শ্রমিক, সংশ্লিষ্ট কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। ছবিলাল হাসদা নিটে সাফল্যে চমক দিয়েছে তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের কুমেদপুরে । এরকম কয়েকজন দুস্থ ও মেধাবী ছাত্র ছাত্রী নিটে সাফল্য পেয়ে চমক দিয়েছে। সংশ্লিষ্ট কালিয়াচক আবাসিক মিশনের সম্পাদক আমীরুল ইসলাম বলেন, এবার এই কেন্দ্র থেকে ১৬ জন নিটে সাফল্য পেয়েছে। শিক্ষার ক্ষেত্রে যেমন কালিয়াচক এগিয়ে যাচ্ছে তেমনি নিটে ও ভালোই সাফল্য পেয়েছে।অদূর ভবিষ্যতে কালিয়াচক মেডিক্যাল হাব হয়ে উঠবে আশাপ্রকাশ করেন আমীরুল ইসলাম। নিট প্রসঙ্গে সংশ্লিষ্ট ব্লকের বিডিও সেলিম হাবিব সর্দার বলেন, কালিয়াচকে বিভিন্ন ক্ষেত্র থেকে এবারও নিটে ভালোই ফলাফল করেছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কতজন নিট পেয়েছে তালিকা সংগ্রহ জন্য চেষ্টা করছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct