সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: সম্প্রতি বাগুইআটিতে ঘটে যাওয়া জোড়া ছাত্র খুনের রেশ কাটতে না কাটতেই ফের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া খুনের ঘটনায় বীরভূম জেলায় তার ছাপ। রবিবার ইলামবাজার থানার চৌপাহারি জঙ্গল থেকে সৈয়দ সালাউদ্দিন নামে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ছাত্রের পরিবারের অভিযোগ অপহরণ করে তাকে খুন করা হয়েছে । আরো দাবি, ৩০ লক্ষ টাকা মুক্তি পণ চেয়ে অপহরণকারীরা ছাত্রের বাবাকে ফোন করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,সৈয়দ সালাউদ্দিনের বাড়ি বীরভূমের খয়রাশোল থানার আহমদপুর গ্রামে। বর্তমানে পরিবারটি ব্যবসায়িক সূত্রে বীরভূমের মল্লারপুরে বসবাস করেন। পরিবার কতৃক খুনের অভিযোগের ভিত্তিতে এক সন্দেহভাজনকে আটকও করেছে পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।মৃতের পরিবার সূত্রে জানা যায়, সৈয়দ সালাউদ্দিন আসানসোলের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশুনা করত। বন্ধুদের সঙ্গে পিকনিকে যাবে বলে আগাম জানিয়ে ছিল বাড়িতে । এরপর শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ তাঁর বাবার কাছে একটি ফোন আসে এবং বলা হয়, তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে, মুক্তিপণ হিসেবে৩০ লক্ষ টাকা দিতে হবে। এরমধ্যে রবিবার সকালেই তাঁর মৃতদেহ দেহ উদ্ধার হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বীরভূম জেলা পুলিশ। মৃতের বন্ধু বলে পরিচিত শেখ সলমন নামে এক যুবককে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। দু’ঘণ্টার মধ্যে লক্ষাধিক টাকা চেয়ে রাত সাড়ে ১২টা নাগাদ যে ফোন আসে সেই পরিপ্রেক্ষিতে মল্লারপুর থানায় অভিযোগ দায়ের করে পরিবার। পুলিশ খুনের ঘটনায় তদন্তে নামে। পুলিশ মৃতের ফোনের টাওয়ার লোকেশন চিহ্নিত করে দেহ উদ্ধার করে। পরিকল্পনামাফিক খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক ভাবে অনুমান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct