সুব্রত রায়, কলকাতা, আপনজন: উত্তরবঙ্গের চা-বলয়ে শ্রমিকদের সমাবেশে মালবাজারে যোগ দিয়ে রবিবারের সভা মঞ্চ থেকে তৃণমূলের সর্বভাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, চা শ্রমিকদের পিএফ-এর টাকা ঠিক মতো জমা হচ্ছে না। পিএফ-গ্র্যাচুটি নিয়ে শ্রমিকদের অভিযোগ রয়েছে। “তিনি নিজেকে বলেন চা ওয়ালা প্রধানমন্ত্রী। কিন্তু সেই চা ওয়ালা প্রধানমন্ত্রী আপনাদের জন্য কিছু করেনি। আপনাদের আচ্ছে দিন আনার জন্য কিছু করেনি। বিজেপি প্রতিস্রুতি দিয়েও রাখেনি, চা শ্রমিকদের জন্য শেষবিন্দু পর্যন্ত লড়বে তৃণমূল। পঞ্চায়েত ভোটেত্র আগে উত্তরবঙ্গের চা-বলয়ে শ্রমিকদের সমাবেশে যোগ দিয়ে “দিল্লি চলো আওয়াজ তুললেন তৃণমূলের সর্বভাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মোদী সরকার কথা রাখেনি। চা- বাগান শ্রমিকদের আচ্ছে দিন আনতে পারেননি। তাই এবার চা শ্রমিকদের দাবি আদায় করে আনবো।এদিন চা শ্রমিকদের সমাবেশ থেকে অখন্ড বাংলার বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কোনও উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ নয়। একটাই বঙ্গ, তা হল পশ্চিমবঙ্গ। বাংলা ভাগকে তারা কোনদিন সমর্থন করেননি, করবেনও না। আমরা সবাই এক। আমাদের কনোও উত্তর বা দক্ষিণ ভাগ নেই। সেই কথাই অভিষেক এদিন স্পষ্ট করে দেন।
অভিষেক আরো বলেন, চা শ্রমিকদের জন্য ১০০ কোটি বরাদ্দ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। আচ্ছে দিন আসেনি আপনাদের। আচ্ছে দিন এসেছে নিশীথ প্রামাণিকদের। আসলে রাজনৈতিক স্বার্থে আচ্ছে দিন এসেছে প্রামাণিকদের। আসলে রাজনৈতিক স্বার্থে আচ্ছে দিন আনার কথা বলেছিলেন নরেন্দ্র মোদী।আগামী দিনে চা শ্রমিকদের দাবি মেটানোর জন্য আমরা সোচ্চার হব। বন্ধ চা বাগান আমরা খুলেছি। আমরা পাশে দাঁড়াবো চা শ্রমিকদের। ৩১ জানুয়ারির মধ্যে আই কার্ড দেওয়া হবে। পিএফে বিষয়টি সম্পূর্ণ কেন্দ্রের। তবে যে সমস্ত চা বাগান মালিকরা পিএফ-গ্র্যাচুটির টাকা জমা দেবে না, সেই সমস্ত বাগান মালিকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করুন।অভিষেক বলেন, আমরা বিজেপির মতো বড়ো বড়ো ভাষণ দিই না। বিজেপি শুধু ভাষণ দেয়, আর তৃণমূল রেশন দেয়। আমরা বলে যাচ্ছি ,লক্ষপূরণ না হলেও মজুরি মিলবে। নভেম্বর ও ডিসেম্বর দুমাস সময় দিচ্ছি পিএফ অফিস ঘেরাও করবেন। দু’মাসের মধ্যে সমস্যার সমাধান না হলে ১ জানুয়ারি থেকে বিজেপির যে সাংসদ -বিধায়করা রয়েছেন তাঁদের বাড়ি ঘেরাও করা হবে। সেই আন্দলোনে আমি থাকব আপনাদের সঙ্গে।অভিষেক আরও বলেন, চা শ্রমিকদের দাবি আদায় করতে আমরা প্রয়োজনে দিল্লি যাবো। গতকাল বিজেপি এসে ডাক দিয়ে গিয়েছিল, নবান্নো চলো। আর আজ আমি বলছি, দিল্লি চলো। আপনাদের অধিকার আদায়ের জন্য দিল্লি যাবো। ৩ লক্ষ শ্রমিকদের নিয়ে দিল্লি যাবো আমরা। দিল্লিতে গিয়ে নিজেদের ন্যায্য দাবি আদায় করে আনব। আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব। রবিবার উত্তরবঙ্গের মালবাজার থেকে এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct