আব্দুস সামাদ মণ্ডল, ফুরফুরা, আপনজন: হুগলির ফুরফুরা খারিজিয়া মাদ্রাসায় পড়াশুনা করা ও সিনিয়র মাদ্রাসা থেকে উচ্চ মাধ্যমিক পাস করা সরফরাজ আহমেদ মল্লিক এ বছর সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-এ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। যদিও সরফরাজ নিট প্রশিক্ষণের জন্য ভর্তি হয়েছিল আল আমীন মিশনে। আর সেখান থেকেই প্রশিক্ষণ পেয়েছে নিট-এ ৬২১ নম্বর পেয়েছে। সর্বভারতীয় ক্ষেত্রে তার স্থান হয়েছে ১২৩৬৫। একেবারে দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে সরফরাজ আহমেদ। হুগলি জেলার জগৎবল্লভপুরের মামুদপুর গ্রামের বাসিন্দা সরফরাজের বাবা ফারুক আহমেদ মল্লিক কাপড়ের কাজ করে দিন গুজরান করেন। মা সালেহা বেগম গৃহবধূ। সরফরাজরা পাঁচ ভাইবোন। আর বাবা মাকে নিয়ে তাদের সংসার। সরফরাজের ছোট দুটি ভাই পবিত্র কুরআনে হাফেজ। তবে সরফরাজের ইচ্ছা ভাইদের কুরআনে হাফেজেরে মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদেরকে আইএএস তৈরি করা। তার জন্য যাবতীয় প্রচেষ্টা করতে চায় সরফরাজ।সরফরাজের বাবা ফারুক আহমেদ বাবু বলেন, আমাদের এই অভাবের সংসারে সরফারাজকে খুব কষ্ট করে পড়াশোনা করিয়েছি। নিট-এ সুযোগ পেলেও কিন্তু এরপর কি হবে সেটাই এখন ভেবে পাচ্ছি না। হবু ডাক্তার সারফরাজ আহমেদ বলেন, আমি সর্বপ্রথম আমার বাবা-মা, মামা এবং আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক অভিনন্দন জানাই। তারা আমায় সবদিক দিকে সাহায্য সহযোগিতা করেছেন। পড়াশোনা ক্ষেত্রে বিশেষ করে আমার শিক্ষকদের কাছে আমি চির কৃতজ্ঞ থাকব। সরফরাজ আরো বলেন, আমার জুনিয়র ভাইবোনেদের বলব, মনের ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই জয় করা যায়। কোন কিছুই বাধা হয়ে দাঁড়ায় না। অতএব পড়াশোনা করতেই হবে এবং মনের জোর রাখতে হবে তবেই সাফল্য আসবে। অন্যদিকে ফুরফুরার অনেক পীরজাদা এবং পীর সাহেবরা সহ সরফরাজের এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছে ফুরফুরা সিনিয়র মাদ্রাসার শিক্ষকরাও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct