শেখ লিয়াকত হোসেন, উলুবেড়িয়া, আপনজন: জামাআতে ইসলামি হিন্দের শাখা সংগঠন সোসাইটি ফর ব্রাাইট ফিউচার এর হাওড়া জেলা শাখা শনিবার নিমদীঘির সোসাইটি আপলিফ্টমেন্ট সেন্টারে হঠাৎ কোথাও আগুন লেগে গেলে কি ভাবে তা নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেন, উলুবেড়িয়ার ফায়ার ব্রিগেড অফিসার কুন্তল সামুই ও তাঁর টিম। ডুবে যাওয়া, পুড়ে যাওয়া ব্যক্তিদের কিভাবে ফার্স্টএড দিতে হয় তা শেখান উলুবেড়িয়া পৌরসভার মেডিক্যাল অফিসার স্বপন মন্ডল ও তাঁর সহকারী পঙ্কজ মন্ডল। সিভিল ডিফেন্সের প্রশিক্ষন দেন, এস,বি,এফ এর ন্যাশন্যাল লেভেল ট্রেনিং প্রাপ্ত ভলেন্টিয়ার আলমগীর মোল্লা, শরীতুল্লাহ মীর,মাকসুদ মিদ্দে, সাজ্জাদ মীর্জা, ও আবুবকর মীর্জা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামি হিন্দের জেলা নাজিম ডাঃ নূর আহম্মদ মোল্লা, ও সহকারী জেলা নাজিম জুলফিকার আলি মোল্লা, সাঁকরাইল অভয় চরণ হাইস্কুলের শিক্ষক আব্দুল মান্নান। প্রশিক্ষন দেয়া হয় জেলার বাছাইকৃত ৪০ জন যুবককে। প্রশিক্ষন শেষে এদের সকলকে সার্টিফিকেট দেয়া হয় সংস্হার তরফ থেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন জামাআতের নীমদিঘী শাখার সভাপতি আমিরুল হাসান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct