নিঃশব্দে
শংকর সাহা
বিদিশা বছর তিনেক থেকেই চৌমাথার মোড়ে ফ্ল্যাটে থাকে। একটি বেসরকারী ব্যাঙ্কে চাকুরি করে বিদিশা। বাবা-মায়ের একমাত্র সন্তান হলেও ছোটো থেকে নিজের কাজ নিজেই করতে অভ্যস্ত সে। বিদিশার অফিসেই কাজ করে বছর তিরিশের যুবক রাতুল। তার সঙ্গে রাতুলের সম্পর্কের কথা অফিসের কারো অজানা নেই। সেদিন অফিস থেকে ফেরার সময় বিদিশার নজরে আসে পাড়ার মোড়ে গ্যারেজের দোকান থেকে কে যেন এক ভাবে তার দিকে তাকিয়ে আছে। বিষয়টি তেমন গুরূত্ব না দিয়ে সেদিন বাড়ি চলে আসে সে। এরপর পরপর দুদিন এমন চলতে থাকে। সেদিন ছিল শনিবার। অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসে বিদিশা। রাস্তার মোড়ে আসতেই নজরে আসে সেই দোকানটি। গ্যারেজের দিকে এগিয়ে যায় সে। হাত নেড়ে ডেকে বলে,
.. কি নাম তোর?আমার দিকে ওভাবে তাকিয়ে কেন থকিস?
.. মানে! আমার নাম অনির্বান। আমি এই গ্যারেজে কাজ করি।
.. সে তো বুঝলাম। কিন্তু তাকিয়ে থাকিস কেন? কোনো বাজে মতলব আছে বুঝি?.
... কিছুক্ষণ চুপ থেকে সে বলল, “ আপনাকে ভালো লাগে। আমার বন্ধু হবে?
..কি! হাসতে হাসতে বিদিশা বলে, “ তুই জানিস আমি কতো বড়ো চাকরি করি। আর আমার বেস্ট ফ্রেন্ড রাতুল কত টাকা স্যালারি পায়। যা যা কাজ করগে! ফালতু সব। বলে হাসতে হাসতে ফ্ল্যাটে চলে আসে। সোমবারে অফিসে গেলে সেইবিষয়টি নিয়ে অফিসের সকলে হাসতে থাকে। সন্ধ্যায় রাতুলের সঙ্গে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যখন রাস্তার মোড় দিয়ে আসার সময় বিদিশা বারেবারে গ্যারেজের দিকে তাকিয়ে ছিল। কিন্তু সেদিন আর সেই ছেলেটি তার দিকে তাকিয়ে থাকেনি। ফ্ল্যাটে পৌঁছে সে ভাবতে থাকে তবে কি সে ভয় পেল? সেদিন রাতুলকে ফোন করলে সুইচঅফ আসে। একটি মেসেজ করে শুয়ে পড়ে সে। পরের দিন....! সকালে ঘুম থেকে উঠতেই বিদিশার নজরে আসে নিচে কিসের যেন একটি শোরগোল পড়েছে। নিচে তাকাতেই বিদিশা চমকে যায়।তাকে আ্যারেস্ট করতে প্রচুর পুলিশ। সে বুঝতে পারেনা তার অপরাধ কি? পাশের টিভির দোকান থেকে কানে আসে মাদক পাচারে ধৃত ব্যাঙ্ককর্মী বিদিশা স্যানাল। রাতুলকে ফোন করলে আবারো সুইচ অফ বলে। বিষয়টি বুঝতে পারে বিদিশা। পুলিশ এসে বিদিশাকে জিপে টেনে তুলে নেয়। যেতে যেতে রাস্তার মোড়ে গ্যারেজের দিকে তাকিয়ে থাকে সে। ছেলেটি কালি মাখা জামা পড়ে একটি গাড়ি সারাই করছে তখন। একটি বারও সে তাকালো না বিদিশার দিকে।বিদিশা হাত নেড়ে কিছু একটি বলতে চাইল কিন্তু গাড়ি এগিয়ে চলে..বিদিশার চোখটি অশ্রুসজল হয়ে ওঠে.....
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct