এহসানুল হক, বসিরহাট, আপনজন: সানসেট চাপা পড়ে মৃত্যু হল বছর আট বয়সের ছোট্ট দুটি শিশুর। পরিবারের প্রতি সমবেদনা জানাতে ঘটনাস্থলে পৌঁছে যান বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বসিরহাট বাদুড়িয়া পৌরসভার অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ডের খোড়গাছি এলাকায়। মৃত দুটো শিশুর নাম সাকিবুল হোসেন গাজী (৮), আশিক সদ্দার (৭)। পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার বেলা তিনটে নাগাদ খেলতে বেরিয়েছিল বেশ কয়েকজন বাচ্চা ছেলে। আমড়া গাছ থেকে আমড়া পেড়ে এলাকার ঈদগাহের সানসেট এর উপরে বসে খাচ্ছিল। হঠাৎই সানসেট ভেঙে দুই শিশুর ঘটনা স্থলে মৃত্যু হয়। শোকের ছায়া নেমে আসে এলাকায়। এই ঘটনায় মর্মাহত এলাকাবাসী। এলাকার মানুষের অভিযোগ, ২০১৪ সালে ঈদগাহের পাঁচিলের কাজ করেছিল বাদুড়িয়া পৌরসভা। সেই সময় ভালোভাবে কাজ করতে পারেনি। সানসেটের ভিতরে ছিল না কোন লোহার রড। যার কারণে ভেঙে পড়ে ওই সানসেট। এলাকার মানুষেরা তদন্তের আবেদন জানিয়েছেন। পাশাপাশি এদিন ঘটনাস্থলে পৌঁছে যান বাদুড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌতম সিং। বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু সেই পরিবারের সঙ্গে সমবেদনা জানাতে যান। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। জানান, এই ঘটনায় খুবই মর্মাহত আমরা, দুই পরিবারের পাশে আমরা রয়েছি আমার দল রয়েছে এবং মুখ্যমন্ত্রীও রয়েছেন। যাতে পরিবার আর্থিক সাহায্য পায় আমি চেষ্টা করছি। যদিও তুমি বলেন ঈদগাহের যে কাজ করেছে ২০১৪ সালে পূর্ণ তদন্তের দাবি করছি। এদিন উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর লিয়াকাত মন্ডল এবং কাউন্সিলর প্রতিনিধি শরিফুল ইসলাম। কাউন্সিলার লিয়াকাত মন্ডল বলেন, এই ঘটনা দুঃখজনক আমরা দুইজনের পরিবারের পাশে রয়েছি। ঘটনা কে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিবেশ রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct