আজিম শেখ, রামপুরহাট, আপনজন: সর্বভারতীয় নিট পরীক্ষায় দেশের মধ্যে ২০৮তম স্থান অধিকার করে নজির গড়লেন বীরভূমের রামপুরহাট শহরের মহাজনপট্টির মিহির আনন্দ। বাবা সুনীল কুমারের মেডিকেলে পড়ার সুযোগ পেয়েও তা বাস্তবায়িত হয়ে ওঠেনি। সুনীল কুমার পাটনায় পড়াশোনা করতেন। সুনীল কুমার বলেন, আমার স্বপ্ন পূরণ না হওয়ার কারণে আমি ছোট থেকে আমার ছেলেকে গাইড করতাম। ছেলে যেন বড় হয়ে ডাক্তারি পড়তে পারে। অবশেষে সেই স্বপ্ন পূরণের দিকে একধাপ এগোলেন ছেলে মিহির আনন্দ। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটে সারাদেশে ২০৮ স্থান তার। মিহির আনন্দ তারও অবশ্য ছোট থেকে স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। এই ফল দেখার পর খুশির আত্মহারা পরিবারের সকলে। বুধবার রাতে নিট ২০২২ এর ফল প্রকাশ হয়েছে। এবছর মোট ১৮ লক্ষ ৭২ হাজার পরীক্ষার্থী ছিলেন। সেখানে মিহির আনন্দ ৭২০ এর মধ্যে 693 নম্বর পেয়েছেন। বাবা সুনীল কুমার ইফকোন জেলা প্রবন্ধক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct