আপনজন ডেস্ক: বুন্দেসলিগায় টানা তিন ম্যাচ জয়ের পর টানা তিন ড্র করে পথ হারিয়েছে বায়ার্ন মিউনিখ। শনিবার অ্যালিয়াঞ্জ অ্যারেনায় স্টুটগার্টের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এতে টানা তিন ম্যাচে পয়েন্ট হারাল বাভারিয়ানরা। বলের দখল, আক্রমণ; সব দিক থেকেই এগিয়ে ছিল বায়ার্ন মিউনিখ। কিন্তু সুযোগ কাজে লাগিয়ে চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে স্টুটগার্ট। ম্যাচের ৩৬ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন ম্যাথিয়াস তেল। অলফনসো ডেভিসের বাড়ানো বলে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন ফ্রেঞ্চ এই ফরোয়ার্ড। বিরতির পর শুরুতে স্টুটগার্টকে সমতা ফেরায় সেহরউ গুইরাসির গোলে। ৯ মিনিট পরই জামাল মুসিয়ালার গোলে আবারও এগিয়ে যায় জুলিয়ান নাগেলসমানের দল। দ্বিতীয়ার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে পেনাল্টি পেয়ে যায় স্টুটগার্ট। সফল স্পট কিকে বায়ার্নকে জয় বঞ্চিত করেন ক্রিস ফুরিচ। এতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। ছয় ম্যাচে তিন জয় ও তিন ড্রতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বায়ার্ন মিউনিখ। দিনের আরেক ম্যাচে হেরে গেছে বরুশিয়া ডর্টমুন্ড। লিপজিগের মাঠে তাদের হার ৩-০ গোলে। ইতালিয়ান সিরি ‘এ’তে ৮৯ মিনিটে জিয়াকমো রাসপাদোরির গোলে স্পেজিয়াকে ১-০ গোলে হারিয়েছে নাপোলি। লিগে এ মৌসুমে এখনো হারেনি নাপলসের দলটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct