আপনজন ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশে দফায় দফায় ভূমিকম্প হয়েছে। শুক্রবার মধ্যরাতের পর থেকে শনিবার সকাল সকাল পর্যন্ত বিরতি দিয়ে দিয়ে মোট ৪ টি ভূমিকম্প হয়েছে পশ্চিম পাপুয়ার সেন্ট্রাল মামবেরামো জেলায়। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূতত্ত্ব দপ্তরের ভূমিকম্প ও সুনামি বিভাগের তথ্য অনুযায়ী, প্রতিটি ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ২। তবে এখন পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। দফায় দফায় ভূমিকম্পের জেরে সুনামির কোনো সম্ভাবনা আপাতত নেই বলেও জানিয়েছেন ভূমিকম্প ও সুনামি বিভাগের প্রধান দারিওনো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct