আপনজন ডেস্ক: আমরা সাধারণত নিজেদের দেহে অবাঞ্ছিত লোম দূর করার জন্য রেজার ব্যবহার করে থাকি। অনেকে অবশ্য ওয়্যাক্স করেন। শেভিং অবশ্য ওয়্যাক্সিংয়ের চাইতে কম কষ্টকর। শেভ করলে ব্যথা লাগে না মোটেই। তবে বিশেষজ্ঞরা বলছেন, ওয়্যাক্স দীর্ঘমেয়াদি সুবিধা দেবে আপনাকে। আপনি শেভিং না করে ওয়াক্স কেন করবেন, জেনে নিন। মধু, চিনি ও লেবুর সাহায্যে ওয়্যাক্সিং করা হয়। এসব উপকরণ ত্বকের জন্য খুবই উপকারী। ওয়্যাক্সিং প্রায় সপ্তাহখানেক আপনার ত্বক কোমল রাখবে। কিন্তু শেভ করলে দুই দিন পরই নতুন লোম জেগে উঠবে ত্বকে। ব্যস্ততার মাঝে নিয়মিত শেভিংয়ের সময় বের করাও বেশ কষ্টকর। ওয়্যাক্সিং যেমন তাড়াতাড়ি হয়, তেমনি ত্বক কেটে যাওয়ার ভয় থাকে না। শেভ করলে কেবল ত্বকের উপরের অংশ থেকে দূর হয় লোম। কিন্তু ওয়্যাক্সিংয়ের ফলে লোম দূর হয় ভেতর থেকে। এতে ত্বকে জমে থাকা ময়লা ও মরা কোষও দূর করা সম্ভব হয়। তাই নিয়মিত ওয়্যাক্স করলে অবাঞ্ছিত লোমের বৃদ্ধি ধীরে ধীরে কমে আসে। তাই শেভ ছেড়ে ওয়্যাক্সের পথে যাওয়া বুদ্ধিমানের কাজ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct