রাকিবুল ইসলাম, নওদা, আপনজন: সর্বভারতীয় নিট পরীক্ষায় ভাল ফল করলেন মুর্শিদাবাদের নওদা ব্লকের ২ ছাত্র-১ ছাত্রী । নওদা ব্লকের আমতলা এলাকার কাজী মোঃ মুদারসির সর্বভারতীয় নিট পরীক্ষায় ৩০৮১ স্থান পেয়েছে । নওদা শ্যামনগর গ্রামের মেহেরুনন্নেসা মণ্ডল নিট পরীক্ষায় ৬২৫ পেয়ে ১০৮৭৪ র্যাঙ্ক করেছেন। শ্যামনগর হাইস্কুলে মাধ্যমিক, উচ্চমাধ্যামিক বেসরকারি মিশন থেকে, তারপর তৃতীয়বারে সর্বভারতীয় নিট পরীক্ষায় ভাল ফল করলেন তিনি। তিনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ হতে চান। অন্যদিকে নওদার সাইনুল হক ৬২৩ পেয়ে ১১৬৩২ রাঙ্ক করেছেন। নওদার ত্রিমোহনী পূর্বপাড়া বাড়ি তাঁর। তাঁর বাবা পাটকলের শ্রমিক। বছর দু’য়েক আগে সাইনুল মাদ্রাসা বোর্ডে পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছিলেন। নিট পরীক্ষায় মুর্শিদাবাদের নওদা ব্লকের তিনজন পাশ করে সেই খুশির খবর পেয়েই শুক্রবার নওদা ব্লক তৃণমূল সভাপতি শফিউজ্জামান শেখ তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে ফুল মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানাই। নওদার ত্রিমোহনী পূর্ব পাড়ার সাইনুল হককে ফুল মিষ্টি সহ ১০ হাজার টাকা আর্থিক অনুদান করেন ব্লক তৃণমূল সভাপতি শফিউজ্জামান শেখ। নিট-এর ফলাফল প্রকাশ হতেই নওদা জুড়ে উচ্ছাস। ব্লক তৃণমূল সভাপতি শফিউজ্জামান শেখ বলেন, আমি বৃহস্পতিবার কলকাতায় ছিলাম সেখান থেকেই খবর পাই আমার ব্লকের তিনজন নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাদেরকে শুভেচ্ছা জানালাম। ছাত্র-ছাত্রীদেরকে শুভেচ্ছা জানাতে পেরে নিজেকে আনন্দিত মনে হয় করছি। নওদা ব্লকের আমাদের ভবিষ্যৎ আগামী দিনে তারা সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা এটাই আশা রাখবো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct