আব্দুস সামাদ মন্ডল, তালডাংরা, আপনজন: বাঁকুড়া জেলার প্রত্যন্ত এলাকা পাঁচমুড়ার অঞ্চলের লালবাঁধ গ্রামের জাহির খান নিট-এ সাফল্য পেল। সারা ভারতে তার স্থান ১১০৬৪, আর ওবিসি ক্যাটাগরিতে ৪৩০০। জাহিরের বাবা হাবিবুল খান ছোট্ট একটি চায়ের দোকান চালিয়ে সংসার চালান আর্থিক ভাবে সেই ভাবে সাবলম্বী নয়, কিন্তু দারিদ্রতার সাথে লড়াই চালিয়ে ছেলের পড়াশুনার খরচা চালিয়ে গিয়েছেন। আজ ছেলের এই সাফল্যে অত্যন্ত খুশি হাবিবুল বাবু। হাবিবুল বাবু বলেন, আমার একমাত্র ছেলে জাহির ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিল। আমার ইচ্ছা ছিল, ছেলে ডাক্তার হয়ে পাঁচজনের সেবা করুক।জাহির মাধ্যমিক পর্যন্ত পড়াশুনা করে আল আমিন মিশনের বাঁকুড়া শাখায়। উচ্চমাধ্যমিকে পড়াশুনা করে আল আমিন মিশন নয়াবাজ শাখায়।
নিট-এ সুযোগ পাওয়ার এই খবর শুনেই স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে সম্বর্ধনা জানাতে আসেন হাওড়া জেলার উনসানি আল আমিন মডেল মিশন শাখায় রাজ্য কমিটির সভাপতি জুলকার খান জানান, “জাহির খান গ্রাম বাংলার বাঁকুড়া জেলার তালডাংরা থানার সংখ্যালঘু পরিবারের লালবাঁধ গ্রামের ছাত্র প্রথম থেকেই মেধাবী। ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। আজ তার স্বপ্নের বাস্তবায়ন হল। আজ আমি তার গ্রামের ছেলে হিসাবে গর্বিত। জাহির খান ডাক্তার হয়ে সমাজের জন্য কাজ করবে, জাতির জন্য কাজ করবে, পিছিয়ে পড়া মানুষের হয়ে কাজ করবে এই আশা রাখি। আজ আমাদের গ্রামবাসীরা খুবই খুশি। বিশেষ করে তার পরিবার সকলেই খুবই খুশি। গ্রাম বাংলায় শিক্ষাকে ছড়িয়ে দিক গ্রাম বাংলা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক তৈরি হোক। জাহির আগামীতে সমাজের হয়ে গ্রামের হয়ে জেলার হয়ে দেশের হয়ে কাজ করবে এই আশা গ্রামবাসীদের। জাহির খান গ্রামে আসতেই ভিড় লেগে যায় তার বাড়িতে, এদিন গ্রামে তার বাড়িতে স্টুডেন্টস ফ্রন্টের বাঁকুড়া জেলার পক্ষ থেকে সম্বর্ধনা জানান জেলার কনভেনর নুর মোহাম্মদ ও ইমরান, ও লালবাঁধ হিল ফুল ফুজুল যুব সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা জানান রিয়াজুল ভূঁইয়া সহ আরো অনেকেহবু ডাক্তার জাহির খান জানান আমি তিনবার নিট পরীক্ষায় বসেছিলাম তৃতীয় বারের প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ এই ফল করতে পেরেছি আমার পরিবারের আব্বা- মা এবং আল আমিন মিশন পরিবারের সকললের কাছে চির কৃতজ্ঞ থাকব ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct