সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে “চোর ধরো, জেল ভরো” কর্মসূচি পালন করল সিপিআইএম। বুধবার ভাঙড় ১ নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ডেপুটেশন জমা দেওয়া হয়। সিপিআইএম ভাঙড় ১ নম্বর এরিয়া কমিটি এদিন ডেপুটেশন জমা দেয়।ডেপুটেশন জমা দেওয়ার আগে সিপিআইএম নেতা রশিদ গাজির নেতৃত্বে কর্মী, সমর্থকরা মিছিল করে। পঞ্চায়েত স্তরে অবাধ দুর্নীতির বিরুদ্ধে এদিন মিছিল বের করা হয় ও ডেপুটেশন জমা দেওয়া হয় বলে সিপিআইএম নেতৃত্ব জানান। এদিন ডেপুটেশনে একগুচ্ছ দাবি দাওয়া পেশ করা হয়। দাবি দাওয়া গুলির মধ্যে অন্যতম একশো দিনের কাজ শুরু ও বকেয়া মজুরি প্রদান, আর্সেনিক মুক্ত পানীয় জল সরবরাহ, এলাকার রাস্তা ও খাল সংস্কার প্রভৃতি। বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান প্রভৃতি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct