নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: শুক্রবার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তথ্য কেন্দ্রে ইউথ পার্লামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। ব্লকের হরিশ্চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়, কনুয়া ভবানীপুর উচ্চ বিদ্যালয়,ভিঙ্গল উচ্চ বিদ্যালয়, পিপলা উচ্চ বিদ্যালয়, মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়, বিষ্ণপুর উচ্চ বিদ্যালয় ও হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যাশ্রম এই সাতটি বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক ও বিডিও অনির্বাণ বসু সহ অন্যান্য ব্লক কর্মীরা। এই প্রতিযোগিতায় পার্লামেন্টে কীভাবে প্রশ্ন-উত্তর পর্ব, দেশ পরিচালনায় সংসদের ভূমিকা প্রভৃতি বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা নকল পার্লামেন্ট তৈরি করে কেউ স্পিকার,কেউ মন্ত্রী ও কেউ বিরোধী দলনেতার ভূমিকা পালন করে।সাংসদদের মুখে উঠে আসে বর্তমান সময়ের নানা সমস্যা।সমস্যা থেকে বেরিয়ে কী ভাবে মানুষের উপকার করা যায়,তা নিয়ে গুরুগম্ভীর আলোচনা হয়।মহিলাদের সশক্তিকরণ,নারী সুরক্ষা,বর্তমান রাজ্য ও দেশের শিক্ষাব্যবস্থা,স্বাস্থ্য ব্যবস্থা,বিভিন্ন দেশের সঙ্গে ভারতবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক,জাতীয় বাজেট বক্তৃতা-সব কিছু নিয়েই যুক্তির জাল বুনল সাংসদে উপস্থিত মন্ত্রী ও বিরোধী সদস্যরা।এদিনের এই প্রতিযোগিতায় প্রথম হয় ভিঙ্গল উচ্চ বিদ্যালয়,দ্বিতীয় কনুয়া ভবানীপুর উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় হয় হরিশ্চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়।এছাড়াও এদিন ইউথ পার্লামেন্ট প্রতিযোগিতার পাশাপাশি কুইজ প্রতিযোগিতাও হয়। বিডিও অনির্বাণ বসু জানান,প্রথম স্থানাধিকারী স্কুল এরপরে জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct