আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশের বিজেপি সরকার মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে বেসরকারি মাদ্রাসাগুলির পরিচালনায় হস্তক্ষেপ করতে চাইছে বলে অভিযোগ করলেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। শুক্রবার তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার সমীক্ষা পরিচালনা ও মুসলিম সম্প্রদায়কে “সন্ত্রাস” করার অজুহাতে উত্তরপ্রদেশে বেসরকারি মাদ্রাসা পরিচালনায় হস্তক্ষেপ করছে। হিন্দিতে এক টুইট বার্তায় মায়াবতী বলেন, ‘মুসলিম সম্প্রদায়ের শোষণ, অবহেলা ও দাঙ্গায় আক্রান্ত হওয়ার অভিযোগ কংগ্রেসের সময় থেকেই প্রচলিত ছিল। আর এখন তোষণের নামে সংকীর্ণ রাজনীতি করে ক্ষমতায় আসা বিজেপি তাদের উপর অত্যাচারিত ও সন্ত্রস্ত হয়ে পড়ছে। এটা দুঃখজনক ও নিন্দনীয়।’
তিনি বলেন, উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলির প্রতি বিজেপি সরকারের অশুভ উদ্দেশ্য রয়েছে। সমীক্ষার নামে মুসলিম সম্প্রদায়ের অনুদানের উপর পরিচালিত বেসরকারি মাদ্রাসাগুলিতে হস্তক্ষেপ করার চেষ্টা উচিত নয়। তাদের উচিত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলোর অবস্থার উন্নতির দিকে মনোনিবেশ করা। উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি ঘোষণা করেছে, মাদ্রাসায় কতজন শিক্ষক, পাঠ্যক্রম এবং মৌলিক সুযোগ-সুবিধা রয়েছে সে সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য অস্বীকৃত মাদ্রাসাগুলির সমীক্ষা করা হবে। সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী দানিশ আজাদ আনসারি জানান, সরকার জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রয়োজন অনুযায়ী মাদ্রাসায় সমীক্ষা চালাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct