অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: গঙ্গারামপুর হাসপাতালে অস্থায়ী কর্মীকে থাপ্পড় মারার অভিযোগ উঠল দায়িত্ব রত এক মহিলা চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনার পর অস্থায়ী কর্মীদের বিক্ষোভে উত্তাল হয় গঙ্গারামপুর হাসপাতাল চত্বর পাশাপাশি ৫১২ নাম্বার জাতীয় সড়ক অবরোধ করেও বিক্ষোভ দেখায় হাসপাতালের অস্থায়ী কর্মীরা। বুধবার সকালে তুলসী সিংহ নামে এক অস্থায়ী কর্মী, তার এক আত্মীয়কে নিয়ে গঙ্গারামপুর সুপার স্পেশালি হাসপাতালে চিকিৎসার জন্য আসে। সেই সময় হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ছিলেন কোয়েল বাগচী নামে এক মহিলা চিকিৎসক। আর ঠিক সেই সময়ই কর্তব্যরত চিকিৎসক কোয়েল বাগচীর সঙ্গে বচসা শুরু হয় হাসপাতালে অস্থায়ী কর্মী তুলসী শিং এর।
তুলসী শিং এর অভিযোগ বজসা চলাকালীন চিকিৎসক কোয়েল বাগচী তাকে একাধিকবার গালে থাপ্পড় মারে বলে অভিযোগ । আর এই ঘটনার জেরি তীব্র উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতাল জুড়ে। এই ঘটনার প্রতিবাদে স্থায়ী স্বাস্থ্যকর্মীরা কর্ম বিরোধী করেন এবং ৫১২ নাম্বার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনার কথা শুনে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে গেলে হাসপাতালের এমার্জেন্সির সামনে বিক্ষোবে ফেটে পড়ে স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্যকর্মীদের দাবি অনায়াসে চিকিৎসক কোয়েল বাগচীর কে তাদের সামনে এসে ক্ষমা চাইতে হবে। যদিও দীর্ঘক্ষণ পর হাসপাতালে জরুরী বিভাগের সামনে এসে দুপক্ষের কথা শুনতে চাইলে আরো জোরালো হয় আন্দোলন। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দাস। তিনি মাইক হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং পরবর্তীতে পুলিশ হাসপাতাল সুপার ও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দাস সহ দুই পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা হয়। জরুরি বিভাগে চিকিৎসা কিছুক্ষণের জন্য ব্যাহত হয় ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct