আপনজন ডেস্ক: ৪২ বছরের ডেভিড অ্যামব্রোজ। বর্তমানে মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যামাজনের বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত বিভাগের প্রধান কর্মকর্তা। এক সময় তার জীবন ছিল দুর্দশাগ্রস্ত। মাথার উপর ছিল না ছাদ। জীবনের ১১টা বসন্ত পরিবারসহ রাস্তাতেই কাটিয়েছেন তিনি। ভিক্ষা করতে হয়েছে স্টেশনেও। আজ সেই ডেভিড অ্যামাজনের অন্যতম শীর্ষকর্তা। অ্যামাজনের গন্ডি পেরিয়ে কাজের সূত্রে হোয়াইট হাউস এবং ওয়াল্ট ডিজনির সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তবে, ডেভিড অ্যামব্রোজের এ যাত্রা খুব একটা সহজ ছিল না। ডেভিডের মা মানসিক রোগে ভুগছিলেন। দুই ভাইবোনের দায়িত্বও ছিল তার উপর। পরিবারসহ নিউইয়র্ক শহরের রাস্তায় দিন কাটাতেন ডেভিড। রাস্তার পাশের ফাস্ট-ফুড রেস্তোরাঁর শৌচালয়ই ব্যবহার করতেন ডেভিড। কখনো ঘুমাতেন মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে, কখনো আশ্রয় জুটত গির্জায়। গ্র্যান্ড সেন্ট্রাল মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে ভিক্ষাও করেন তিনি। এক সাক্ষাৎকারে ডেভিড জানিয়েছেন, সারাদিনে তিনি কী খাবেন তা নির্ভর করত স্টেশনের যাত্রীদের দানের উপর। চার বছর বয়স থেকে তিনি এভাবেই দিন কাটিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct