সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বাজারে ‘জাল বিড়ি’ বিক্রি ও সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, জি.এস.টি ফাঁকি দেওয়া বিড়ি ব্যবসায়ীদের বিড়ি বাজেয়াপ্ত, প্রতি হাজারে ১৮০০ টাকা মজুরী,বোনাস ও পি.এফ সহ ৮ দফা দাবিতে আন্দোলনে নামল সি.আই.টি.ইউ অনুমোদিত বাঁকুড়া জেলা বিড়ি কারিগর ইউনিয়ন। বৃহস্পতিবার হিন্দু হাই স্কুল মাঠ থেকে মিছিল করে ‘বিড়ি শিল্প ও শিল্পীদের বাঁচানো’র ডাক দিয়ে জেলাশাসকের দপ্তর পর্যন্ত পৌঁছান। সেখানে এক অবস্থান আন্দোলন কর্মসূচীর পাশাপাশি এক প্রতিনিধি দল জেলাশাসকের দপ্তরে গিয়ে তাদের দাবিপত্র তুলে দেন।
আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, মানুষের কাজ নেই, বেকারী তীব্র। যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে বিড়ি শিল্পেও। বাঁকুড়া জেলায় সংগঠিত ক্ষেত্রে ন্যুনতম মজুরী, বোনাস, পি.এফ, কিছু ক্ষেত্রে ই.এস.আই চালু আছে। কিন্তু জেলার কিছু অসাধু মালিক প্রতিষ্ঠিত কারখানার জাল-নকল করে চালাচ্ছেন। এমনকি শ্রমিকদেরও কম মজুরী দিচ্ছেন বলে অভিযোগ। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা। এদিনের কর্মসূচীতে নেতৃত্ব দেন সি.আই.টি.ইউ প্রতীপ মুখার্জী। তিনি বলেন, জাল বিড়ি, জি.এস.টি না দেওয়া বিড়ি বাজারে ঢুকেছে। বাঁকুড়ার অন্যতম বড় শিল্প বিড়ি শিল্প। হাজার হাজার মানুষ এর সাথে যুক্ত। এবিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct