আপনজন ডেস্ক: শিশুদের বড় হওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল ও কর্মঠ করে তোলা জরুরি। সংসারে টুকিটাকি কাজে শিশুর অন্তর্ভুক্তি তাদের স্বাবলম্বী ও স্বনির্ভর করতে সাহায্য করে। আর শিশুকে এক্টিভ রাখতে হলেও সাংসারিক কাজ শিখিয়ে নিতে হবে। প্রশংসা করুন যাতে তার নিজেকে এই কাজের জন্যে স্পেশাল মনে হয় আজকাল শিশুরা ঘরকুনো থাকতেই ভালোবাসে। তাই তাদের জীবনে বৈচিত্র্য আনতেই নানা ধরণের কাজ শিখিয়ে নিন। কিন্তু শেখাবেন কি করে? বেশ সহজ।
কাজের অভ্যাস গড়ে তুলুন
এখনই নানা ছোটখাটো কাজ ওদের দিয়ে করিয়ে নিন। বিশেষত তাকে এসব কাজের সময় তার গুরুত্বটা বেশি বেশি করে তুলে ধরুন। প্রশংসা করুন যাতে তার নিজেকে এই কাজের জন্যে স্পেশাল মনে হয়। এভাবে আপনার সঙ্গেও শিশুর একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠবে।
দায়িত্ব দিন বয়স বুঝে
খেলাচ্ছলে কাজের দায়িত্ব ভাগ করে দেবেন। এক্ষেত্রে শিশুর বয়স বিবেচনা করতেই হবে। নতুন নতুন কাজের সঙ্গে পরিচিত করিয়ে দিন। তাতে রোজ এক ধরণের কাজে তাদের একঘেয়েমি আসবে না। এভাবেই বিভিন্ন ধরণের কাজের সঙ্গে তাদের পরিচয় ঘটিয়ে দিন।
নিজ পরিকল্পনায় সামিল করুন
ঘরে গুছানোর পরিকল্পনা কি খুঁটিনাটি কাজের পরিকল্পনা - ছোটদের আসরে জায়গা দিন। বাজারে গেলেন তো তাদের সঙ্গে নিয়ে যান। তারা এভাবে নিজেদের গুরুত্বপূর্ণ ভাববে এবং কাজ করতে আগ্রহ পাবে।
ছোট ভাইবোনদের দায়িত্ব নিতে দিন
বাসায় একাধিক সন্তান থাকলে বয়সে বড়জনকে ছোট সন্তানের দায়িত্ব দিন। ওদের ভেতর যেন দ্বন্দ্ব না থাকে তা নিশ্চিত আপনাকেই করতে হবে। এইভাবে আপনার সন্তান ঘরের কাজও দলবদ্ধভাবে করবে। সংসারে টুকিটাকি কাজে অন্তর্ভুক্তি শিশুকে স্বাবলম্বী ও স্বনির্ভর করতে সাহায্য করে
টিম ওয়ার্কের বিকল্প নেই
একসঙ্গে কাজ করতে গেলে যে আনন্দ তা শিশুকে বোঝান। দল বেধে শিশুর সঙ্গে কাজ করলে আপনার সঙ্গে শিশুর কিছু চমৎকার মুহূর্ত তৈরি হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct