সুব্রত রায়, কলকাতা, আপনজন: ২২ অগাস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির জন্য অনুদান বাড়িয়ে ৬০ হাজার টাকা করার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেই ঘোষণা অনুযায়ী পুজো কমিটি গুলিকে অনুদান দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করে নবান্ন । এদিকে বৃহস্পতিবারই পুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের আর্থিক অনুদান দেওয়া প্রসঙ্গে যে জনস্বার্থ মামলা হয়েছে তার শুনানি ছিল । অন্যদিকে সরকারি কর্মচারীরা বকেয়া ডি এ-র প্রসঙ্গ তুলে সরব হন। পাশাপাশি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন বিরোধীরাও। এদিকে রাজ্যের এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দু'টি মামলায় দায়ের হয়। মামলাকারীদের দাবি ছিল, রাজ্য সরকারি কর্মীদের ডি এ বকেয়া। কিন্তু, পুজোতে কমিটিগুলিতে টাকা দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে রাজ্যের থেকে হলফনামা চেয়েছিল আদালত।গত মঙ্গলবার এই মামলার শুনানি হয়েছিল। এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিয়েছিল রাজ্য। যেখানে বলা হয় ডি এ এবং পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া দু'টি আলাদা আলাদা বিষয়। তাদের এক করে দেখা ঠিক নয়। এই মামলা খারিজের আবেদনও জানানো হয়। পাশাপাশি পুজো কমিটিগুলিকে টাকা দেওয়া প্রসঙ্গে বলা হয়, উৎসব যাতে সঠিকভাবে পরিচালনা হয় সেই জন্যই এই উদ্যোগ।
পাশাপাশি, ২০০৯ সালের রোপা রুল অনুযায়ী রাজ্যে ডি এ বাকি নেই বলেই জানানো হয়। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যুতের বিলে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেননি। রাজ্য বিষয়টির জন্য কেবল অনুরোধ করেছেন বলে এই হলফনামাতে জানানো হয়।কোভিড পরিস্থিতির মধ্যে সেভাবে বিজ্ঞাপনদাতা জুটছিল না। সেক্ষেত্রে কীভাবে হবে পুজো? তা নিয়ে রীতিমতো উদ্বেগে ছিলেন উদ্যোক্তাদের একাংশ। সেই সময় আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ৪২ হাজার ২৮টি পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। এদিকে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। আজ বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল। এরই মধ্যে ঘোষণা করা অর্থ বরাদ্দ করার কাজ শুরু হয়ে গিয়েছে। রাজ্য স্বরাষ্ট্র দফতরের এক আধিকারিক কলকাতার পুলিশ কমিশনারকে এই মর্মে একটি চিঠিও দিয়েছেন। এই চিঠি অনুযায়ী, বরাদ্দের পরিমাণ ২৪০ কোটি ১৬ লাখ ৮০ হাজার টাকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct