আপনজন ডেস্ক: শততম ম্যাচটাই তাহলে চেলসির হয়ে টমাস টুখেলের শেষ ম্যাচ হয়ে রইল। মাইলফলক ছোঁয়া ম্যাচটার পরেই যে বরখাস্ত হয়ে গেলেন জার্মান কোচ! কোচ ছাঁটাই অবশ্য চেলসিতে চমক জাগানো কোনো ঘটনা নয়। ক্লাবটির আগের মালিক রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচ কাজটাকে বলতে গেলে নিজের অভ্যাসই বানিয়ে ফেলেছিলেন। নতুন মালিক টড বোয়েলিও সম্ভবত উত্তরাধিকার সূত্রে সেই অভ্যাসটা পেয়ে গেছেন। তারপরেও টুখেলের বরখাস্ত হওয়াটা কিছুটা চমক হয়ে এসেছে বৈকি! ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শুরুটা ভালো হয়নি চেলসির। ৬ ম্যাচে ৩ জয়, ১ হার ও ২ ড্রয়ে চেলসির পয়েন্ট ১০। লিগে অবস্থান ছয় নম্বরে। চ্যাম্পিয়নস লিগেও চেলসির শুরুটা হয়েছে গতরাতে দিনামো জাগরেবের কাছে ১-০ গোলে হেরে। এরপর আর টমাস টুখেলকে কোচের পদে রাখতে চায়নি চেলসি কর্তৃপক্ষ। আজই এক বিজ্ঞপ্তি দিয়ে জার্মান এই কোচকে ছাঁটাই করার কথা জানিয়েছে চেলসি ক্লাব। ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্লাবের সবার পক্ষ থেকে আমরা টমাস টুখেল ও তাঁর স্টাফদের কাছে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দায়িত্বে থাকার সময়ে চ্যাম্পিয়নস লিগ, সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতে চেলসির ইতিহাসে নিজের জায়গা করে নিয়েছেন টমাস। তবে ক্লাবের নতুন স্বত্বাধিকারীরা মালিকানা পাওয়ার ১০০ দিন করেছেন এবং ক্লাবটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে চান। নতুন মালিকেরা তাই ভেবেছেন, এটাই পালাবদলের সঠিক সময়।’
নতুন কোচ নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত ক্লাব এ নিয়ে আর কোনো মন্তব্য করবে না বলেও জানানো হয়েছে বিবৃতিতে। ২০২১ সালের ২৬ জানুয়ারি চেলসির কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন টুখেল। ৫৯০ দিনের স্থায়ীত্বকালে তাঁর অধীনে যে ১০০ ম্যাচ খেলেছে ইংলিশ ক্লাবটি এর মধ্যে জিতেছে ৬০টি। ২৪টি ড্রয়ের সঙ্গে ১৬টি হার। ২০২০-২১ মৌসুমে চতুর্থ হয়ে লিগ শেষ করে চেলসি। তবে ওই মৌসুমে জিতে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ। গত মৌসুমে লিগের তৃতীয় হয় টুখেলের দল। শিরোপার প্রত্যাশায় এবার দলবদলের বাজারে ২৫ কোটি ৫০ লাখ ইউরো খরচ করে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে আর কোনো ক্লাব দলবদলের এক মৌসুমে এত টাকা খরচ করেনি। এর মধ্যে শুধু রক্ষণভাগেই ১৬ কোটি ৩০ লাখ ইউরো ঢেলেছে চেলসি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct