নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: সোমবার ও মঙ্গলবারের পর বুধবার টানা তিনদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় টেট নিয়োগে সর্বমোট ১৮৯ জন কে চাকরিতে নিয়োগের নির্দেশ জারি করেছেন।যা অভূতপূর্ব পর্ব বলে মনে করছেন অনেকেই। সোমবার ২৩ জন । মঙ্গলবার ৫৪ জন। তারপর বুধবার আরও ১১২ জনকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় । গত ২০১৪ সালের টেট পরীক্ষায় ছ’টি প্রশ্নে ভুল ছিল। পরে তা নিয়ে মামলা করেন পরীক্ষার্থীরা। আদালত নির্দেশ দেয়, -’ অতিরিক্ত ৬ নম্বর দিয়ে যোগ্যতা নির্ণয় করে নিয়োগ সুনিশ্চিত করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে’। তবে তা না হওয়ায় বেশকিছু মামলা হয়েছে হাইকোর্টে। তার ভিত্তিতেই পরপর নিয়োগের নির্দেশ দিচ্ছে কলকাতা হাইকোর্ট। তিন দিনে ১৮৯ জনকে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়।কলকাতা হাইকোর্টের ফৌজদারি বিশেষজ্ঞ আইনজীবী বৈদূর্য ঘোষাল জানান - ‘ একই বেঞ্চে টানা তিনদিনে ১৮৯ চাকরির নির্দেশ কার্যত নজিরবিহীন ‘। মামলাকারীরা সবাই প্রশিক্ষিত চাকরিপ্রার্থী। অথচ তাঁদের বাদ দিয়ে প্রশিক্ষিত নন, এমন অনেককেই চাকরি দেওয়া হয়েছে বলে আদালতে জানিয়েছিলেন মামলাকারীরা। আদালত স্পষ্ট করে বলেছে, ভুল যেহেতু পর্ষদের তার খেসারতও তাদের দিতে হবে। নিয়োগের জন্য শূন্যপদ না থাকলে তা তৈরি করে নিয়োগ দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।এই ১৮৯ জন কে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যেই চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।ভবিষ্যতের জন্য রাখা শূন্যপদ থেকেই এই ১৮৯ জনের নিয়োগ হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ।প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রশ্ন ভুলের জেরে টেট পরীক্ষার্থীদের প্রাপ্য বাড়তি নম্বর এবং প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে চাকরি চেয়ে হাইকোর্টে আবেদন করেন একজন টেট চাকরিপ্রার্থী । সেই আর্জির জেরেই ১১২ জন টেট উত্তীর্ণ ‘যোগ্য’ প্রার্থীকে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct