কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং, আপনজন: দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে। হাসপাতালের হোর্ডিং এর আঘাতে গুরুতর জখম হলেন ঘুমন্ত এক মহিলা। গুরুতর জখম হয়েছে রোগীর আত্মীয় সবিতা মন্ডল নামে এক মহিলা।অন্যান্য রোগীর পরিবার পরিজনেরা ওই মহিলা কে উদ্ধার করে তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য চিকিৎসকদের কাছে নিয়ে যায়। বর্তমানে রোগীর ওই আত্মীয় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালে যাত্রী প্রতিক্ষালয় রয়েছে। যাত্রী প্রতিক্ষালয় টি সংক্ষিপ্ত হওয়ায় রাতে চার পাঁচজন রোগীর আত্মীয় বিশ্রাম নিতে পারেন। অগত্যা অন্যান্য রোগীর আত্মীয়রা নিরুপায় হয়ে হাসপাতাল চত্বরের খোলা আকাশের নীচে ছড়িয়ে ছিটিয়ে কোন রকমে রাত্রি যাপণ করে থাকেন।ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালি গ্রামের সবিতা মন্ডল নামে জনৈক মহিলার এক আত্মীয় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তিনি রোগীর দেখভাল করার জন্য হাসপাতালে ছিলেন। সোমবার রাতে বিশ্রাম নেওয়ার জন্য অন্যান্য রোগীর আত্মীয়দের সাথে হাসপাতাল চত্বরের খোলা আকাশের নীচে বিছানা করে ঘুমিয়েছিলেন। হাসপাতাল চত্বরে প্রচুর মশার উপদ্রব থাকায় হাসপাতালের হোর্ডিংয়ের লোহার খুঁটিতে দড়ি দিয়ে মুশারী টাঙিয়ে ঘুমিয়েছিলেন।তখন ঘুমে অচেতন। আচমকা মুসারীর দড়িতে টান পড়তেই হোর্ডিং পড়ে যায়। হোর্ডিংয়ের আঘাতে গুরুতর জখম হন রোগীর আত্মীয় সবিতা মন্ডল।প্রচন্ড আওয়াজে অন্যান্য রোগীর আত্মীয়দের ঘুম ভেঙে যায়।তারা তড়িঘড়ি ওই মহিলা কে উদ্ধার করে চিকিৎসার জন্য চিকিৎসকদের কাছে নিয়ে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct