বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার, আপনজন: দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতাল একাডেমিক বিল্ডিং থেকে কুষ্ঠ প্রতিবন্ধীদের শংসাপত্র দেওয়ার আয়োজন করা হল। জানা গেছে, এদিন ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রচেষ্টায় প্রায় ৫৮ জন পুরুষ ও মহিলাদের হাতে সংশাপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সি এম ও এইচ জয়ন্ত কুমার ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল ডেপুটি সুপারিনটেনডেন্ট সুপ্রিম সাহা, ডি ওয়াই সি এম ও এইচ ড:সোনালী দাস, ডা. শিব শেখর চ্যাটার্জি, এডিশ্যানাল সুপারিনটেনডেন্ট ড:নীলাঞ্জন পাটি,ড:গৌতম সাহা, অ্যাসিস্ট্যান্ট সুপার সুচিস্মিতা সরকার, সুশোভন সরদার,সমীর কয়েল, অমিত সরদার সহ ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সি এম ও এইচ জয়ন্ত কুমার জানান এই কুষ্ঠ প্রতিবন্ধী তারা অক্ষমতার কারণে অসহায় অবস্থায় আছে তাদের কথা ভেবে সংশাপত্র প্রদান করা হয়। রাজ্য সরকারের সহযোগিতায় তারা প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা হিসাবে পাবেন। যাতে তারা কিছুটা হলেও সুষ্ঠ ভাবে চলবে। আজকের ডায়মন্ড হারবার মহকুমার মধ্যে প্রায় ৫৮ জন পুরুষ ও মহিলাদের হতে এই সংশাপত্র দেওয়া হয়।মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ডেপুটি সুপারিনটেনডেন্ট সুপ্রিম সাহা বলেন বর্তমান সরকারের আমলে বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্প এবং স্বাস্থ্য বিষয়ে অনেক জোর দিয়েছে। এবং বর্তমান সমাজে দাঁড়িয়ে ডাক্তারদের চিকিৎসার পাশাপাশি সামাজিক কাজেও ব্রতী হতে হচ্ছে। এছাড়াও করোনার কালে সাধারন মানুষের পাশে গিয়ে মেডিসিন এবং প্রয়োজনীয় জিনিস তুলে দেয়ার কাজেই অন্যান্য সরকারি ও বেসরকারি সংগঠনের পাশাপাশি ডাক্তারও এগিয়ে এসেছে। সাধারণ মানুষের যেকোনো ধরনের সমস্যার সমাধানে সব সময় সদা তৎপর বলেও জানান। এই সংশাপত্র পেয়ে খুশি এলাকার সাধারণ কুষ্ঠ প্রতিবন্ধী ব্যক্তিরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct